সর্বশেষ খবরঃ

অবরোধের শেষ দিনেও খাগড়াছড়িতে দূরপাল্লার যান চলাচল বন্ধ

অবরোধের শেষ দিনেও খাগড়াছড়িতে দূরপাল্লার যান চলাচল বন্ধ
অবরোধের শেষ দিনেও খাগড়াছড়িতে দূরপাল্লার যান চলাচল বন্ধ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক:: সহিংসতার চার দিন পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি খাগড়াছড়ি। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় পাহাড়ের মানুষ। তবে সহিংসতার ক্ষতচিহ্ন নিয়ে দাঁড়িয়ে রয়েছে দীঘিনালা বাস স্টেশন ও লারমা স্কয়ারের আশপাশের এলাকার দোকান-বাড়িঘর।

পরিস্থিতি স্বাভাবিক করতে পাহাড়ি -বাঙালি সকলেই প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা চান।এদিকে হামলায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। সহিংসতার ঘটনায় মামলায় হলেও এখনও গ্রেপ্তার হয়নি কেউ।

ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে জানিয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশিদ জানান, অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হচ্ছে। পরে জেলা ও উপজেলা কমিটি প্রতিটি এলাকায়, প্রতিষ্ঠানে যাবে। কার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা সেটে নিরূপণ করবে। সেই ক্ষয়ক্ষতির বিবরণ পরে ক্ষতিপূরণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এদিকে হামলায় নিঃস্ব খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ারের ব্যবসায়ীরা ব্যস্ত আছেন আসবাবপত্র ওমালামাল সরানোর কাজে। সর্বস্ব হারিয়ে নতুন করে ব্যবসা দাঁড় করানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

পাহাড়ি ছাত্র-জনতার ডাকে খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো চলছে অবরোধ। অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটি, ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ ছাড়া খাগড়াছড়ির দীঘিনালা ও পানছড়িসহ উপজেলাগুলোর আন্তঃসড়ক যোগাযোগও বন্ধ রয়েছে। এ ৭২ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ শেষ হচ্ছে সোমবার সন্ধ্যা ৬টায়।তবে জেলার পৌর শহরে ছোট ছোট যানবাহন স্বাভাবিকভাবে চলছে।

অবরোধের সমর্থনে পিকেটিং না থাকলেও আতঙ্কের কারণে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে অবরোধকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার প্রতিবাদে গত শনিবার সকাল থেকে টানা ৭২ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি ঘোষণা করে পাহাড়ি ছাত্র-জনতা। এদিকে অগ্নিসংযোগের চারদিন পর দীঘিনালার লারমা স্কয়ারে পণ্য বিক্রি শুরু করেছে কয়েকজন বিক্রেতা।

চোর সন্দেহে মোঃ মামুন নামে যে যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় এত ঘটনা সংগঠিত হয়েছে, সেই হত্যার ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুল বাতেন মৃধা জানান, হত্যার শিকার মামুনের স্ত্রী মুক্তা আক্তার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে। এজাহার নামীয় তিন আসামির মধ্যে দুজন আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত।

অন্যদিকে জেলায় বিভিন্ন থানা,ইউনিয়ন ভিত্তিক,পাড়ায়,মহল্লায় পাহাড়ি-বাঙ্গালিরা সম্প্রীতি সমাবেশ করেছে। শান্তি ও সম্প্রীতি সমাবেশ চলমান রয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান জানান,সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে।বর্তমানে জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশা করি খুব দ্রুত পরিস্থিতি পরিপূর্ণভাবে স্বাভাবিক হয়ে যাবে।

আরো খবর

ইথিওপিয়ার ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত
ইথিওপিয়ার ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত
সরকারি কলেজগুলোকে ৪ ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন
সরকারি কলেজগুলোকে ৪ ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন
জাম্বুরী পার্কে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের  বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
জাম্বুরী পার্কে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের  বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা
জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা
যশোরে সরকারি সার আত্মসাতের
যশোরে সরকারি সার আত্মসাতের ঘটনায় গ্রেফতার-৩
ভাঙ্গায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
ভাঙ্গায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়
খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়
হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প