যশোর আজ বুধবার , ৭ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহষ্পতিবার

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ৭, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ
অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহষ্পতিবার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, বৃহস্পতিবার ( ৮ আগস্ট ) রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সরকারের সদস্য সংখ্যা হচ্ছে ১৫ জনের।

বুধবার ( ৭ আগস্ট )  বিকালে সেনা সদরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সরকারের প্রধান হচ্ছেন ডঃ ইউনূস। তিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান।

কেয়ারটেকার সরকারের প্রধান ডঃ ইউনূসের সঙ্গে কথা হয়েছে জানিয়ে জেনারেল ওয়াকার উজ জামান বলেন, ডক্টর ইউনূস বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে বাংলাদেশে পৌঁছাবেন। তাকে আমরা রিসিভ করার জন্য বিমানবন্দরে যাবো। তিনি আমাদের কাজকে স্বাগত জানিয়েছেন। আমরা সবাই মিলে তাকে সাহায্য করবো।

জেনারেল ওয়াকার উজ জামান বলেন, দেশের সার্বিক পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আগামী তিন চারদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তিনি বলেন, এই সময়ে যারা লুটতরাজ বা অপরাধ করছেন তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

সেনাবাহিনী প্রধান বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লুটতরাজ বন্ধে ছাত্ররা ভালো কাজ করছে। তাদের এই কাজকে আমরা স্বাগত জানাই। তারা যেন এই ভালো কাজগুলো চালিয়ে যায়।

জেনারেল ওয়াকার উজ জামান আরও বলেন,সেনাবাহিনী নিয়ে অনেক গুজব চলছে। কোন বিষয়েই পুরোপুরি নিশ্চিত না হয়ে যেন কেউ সংবাদ প্রকাশ না করেন সেটার অনুরোধ জানিয়েছেন।

সেনাপ্রধান বলেন,পুলিশের পুনর্গঠন কাজ চলছে। ইতোমধ্যে পুলিশ প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। খুব শিগগিরই পুলিশ প্রফেশনালি কাজ শুরু করতে পারবে বলে আশা করি। তিনি বলেন,পুলিশ একটা বিরাট ফোর্স।সেই ফোর্স এখন ডিউটিতে নেই। তাদের কাজের জন্য ডিজাইনডও না। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, সারা দেশে সেনাবাহিনীর প্যাট্রোলিং চলছে। তারপরও যে লুটতরাজ ও খুনোখুনি হয়েছে সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। বলেন, রাজনৈতিক নেতারা কথা দিয়েছিলেন এগুলো হবে না। তারপরও যদি কোনও ব্যর্থতা থাকে সেটা আমার।

সর্বশেষ - সারাদেশ