যশোর আজ শনিবার , ৯ অক্টোবর ২০২১ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

নাইজেরিয়ায় ১৮৭ জন অপহৃত নারী-পুরুষ উদ্ধার

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ৯, ২০২১ ৭:০৩ পূর্বাহ্ণ
নাইজেরিয়ায় ১৮৭ জন অপহৃত নারী-পুরুষ উদ্ধার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

নাইজেরিয়ায় অপহরণের শিকার ১৮৭ জনকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। উত্তর-পশ্চিমাঞ্চলের গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে অপরাধী চক্রের শিবির থেকে তাদের উদ্ধার করা হয়।

স্থানীয় পুলিশের বরাতে শুক্রবার ( ৮ অক্টোবর ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

স্থানীয়ভাবে পরিচিত সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলো উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ায় বহু বছর ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর মধ্যে রয়েছে গ্রামে অভিযান-লুটপাট এবং মুক্তিপণের জন্য অপহরণ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার জামফারা রাজ্য থেকে শিশু, নারী, পুরুষসহ ১৮৭ জন ভুক্তভোগীকে মুক্ত করা হয়।

জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু এক বিবৃতিতে জানান, কয়েক সপ্তাহ বন্দি থাকার পর তাদের নিঃশর্তভাবে উদ্ধার করা হয়। ঘণ্টাব্যাপী ব্যাপক তল্লাশি-অভিযান চালিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়েছে। দেশটির জামফারা, কাটসিনা, সোকোটো এবং কাদুনা রাজ্যের জঙ্গলে অপরাধী চক্রগুলো গোপনে শিবির স্থাপন করেছে।

যেখানে স্কুল শিক্ষার্থীদের মুক্তিপণের জন্য অপহরণ করে আটকে রাখে তারা। গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত শত শত স্কুল শিক্ষার্থীকে অপহরণ করা হয়। যাদের অধিকাংশকেই মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে অপরাধী গোষ্ঠীগুলো।

খবর সূত্র- আলজাজিরা

সর্বশেষ - সারাদেশ