যশোর আজ রবিবার , ৩ অক্টোবর ২০২১ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

গর্ভপাতের অধিকার দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ৩, ২০২১ ১১:৪২ পূর্বাহ্ণ
গর্ভপাতের অধিকার দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

গর্ভপাতের অধিকার দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার ( ২ অক্টোবর ) দেশটির ৫০টি রাজ্যে দশ হাজারের বেশি মানুষ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে র‌্যালিতে অংশ নিয়েছেন।

ওয়াশিংটন ডি.সি’তে বিক্ষোভকারীরা সুপ্রিমকোর্ট ভবনের দিকে র‌্যালি নিয়ে অগ্রসর হয়। এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ছিল। যার মধ্যে অন্যতম একটি স্লোগান ‘গর্ভপাতকে বৈধ করুন’।

তবে কিছু লোক বিক্ষোভের বিরোধীও ছিলেন। তাদের মধ্যে একজন লোক চিৎকার করে বলেন, ‘তোমাদের হাতে নিরীহ শিশুদের রক্ত!। র‌্যালিতে অংশ নেওয়া রবিন হর্ন নামে এক নারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তিনি অন্যান্য নারীদের পছন্দের অধিকারকে সমর্থন দিতে এসেছেন।

সৌভাগ্যবশত কখনই আমার এই পছন্দের (গর্ভপাত ) সম্মুখীন হতে হয়নি। তবে এখানে অনেক নারী আছে,যাদের এটার সম্মুখীন হতে হয়েছে। তাই যখন এটি আমাদের শরীরের দিকে আসে, তখন সরকার কিংবা পুরুষ কারো কথা বলার অধিকার নেই। যোগ করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা নতুন টেক্সাস আইনের বিরুদ্ধে। আইনটি রাজ্যে গর্ভপাতের অধিকারকে মারাত্মকভাবে সীমাবদ্ধ করে।

খবর সূত্র- বিবিসি।

সর্বশেষ - সারাদেশ