
মোঃ শিহাব উদ্দিন:: গোপালগঞ্জে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযানে ২২০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে। সোমবার ( ১১ আগস্ট ২০২৫ ) সকাল আনুমানিক ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ রাতইল গোনাপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে কাভার্ড ভ্যানটি আটক করেন। পরবর্তীতে গোপালগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমানের উপস্থিতিতে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও এসিল্যান্ড মুনমুন পাল মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্টে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫( সংশোধিত ) অনুযায়ী কাভার্ড ভ্যান মালিকপক্ষকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত ২২০০ কেজি নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের হেফাজতে নেয়া হয়েছে।