যশোর আজ সোমবার , ২৮ জুলাই ২০২৫ ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

“পুলিশ কর্তৃক হত্যার” দাবী তুলে সিজু হত্যাকাণ্ডে গাইবান্ধায় মানববন্ধন

প্রতিবেদক
Jashore Post
জুলাই ২৮, ২০২৫ ৮:৪০ পূর্বাহ্ণ
“পুলিশ কর্তৃক হত্যার” দাবী তুলে সিজু হত্যাকাণ্ডে গাইবান্ধায় মানববন্ধন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: সাঘাটা থানার ভেতরে সিজু মিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গত শনিবার ( ২৬ জুলাই ) বিকেল ৫ টার দিকে গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন। নিহত সিজু মিয়া গাইবান্ধা সদরের দুলাল মিয়ার ছেলে।

মানববন্ধনে বক্তারা বলেন, “একজন সাধারণ মানুষ থানায় গিয়ে যদি নিরাপদ না থাকে, তাহলে জনগণ বিচার পাবে কোথায়?” তারা অভিযোগ করেন, সিজু মিয়া থানায় গেলে তাকে হ|ত্যা করা হয়,অথচ পুলিশ বলছে এটি ‘মানসিক ভারসাম্যহীন ’। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেন তারা।

বক্তারা, অবিলম্বে হত্যার সঠিক তদন্ত, জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক কর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য,পুলিশের পক্ষ থেকে জানানো হয় সিজু মিয়া মোবাইল হারানোর জিডি করতে গিয়ে সাঘাটা থানায় গেলে রহস্যজনকভাবে কর্তব্যরত পুলিশের উপর এলো পাতারি ছুরি কাঘাত করে পালিয়ে যাবার সময় পুকুরে লাফ দেয় সিজু। এক দিন পড়ে পুকুর হতে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি টিম ।পরিবারের দাবি,এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ - সারাদেশ