যশোর প্রতিনিধি :: যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী রয়েল (২৮) গ্রেফতার হয়েছে। সে ঝিকরগাছা উপজেলার হাড়িয়া দেয়াড়া গ্রামের শুকুর আলীর ছেলে।
রবিবার( ৬ জুলাই ) রাতে ঝিকরগাছা থানাধীন হাড়িয়া দেয়াড়া গ্রামে অভিযানে চালিয়ে রয়েলকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছে থাকা ১টি বিদেশী পিস্তল ও ম্যাগজিন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, ঝিকর গাছা থানার সাধারন ডায়েরী নং-২৫২ মূলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ সন্ত্রাসী রয়েলকে গ্রেফতার করে পুলিশ। রয়েল এর নামে ইতিপূর্বেও চারটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন রয়েছে।