খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: “চব্বিশের গণ-অভ্যুত্থানে,কাজী নজরুলের উত্তরাধিকার”এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা ও সাংস্কৃতিক ভাবগাম্ভীর্যে উদযাপন করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী।
রবিবার ( ২৫ মে )সন্ধ্যায় শহরের পৌর টাউন হল অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি তার বক্তব্যে বলেন, “আজকের গণজাগরণে কাজী নজরুলের বিদ্রোহী চেতনা আমাদের প্রেরণা। তাঁর কবিতা শুধু সাহিত্য নয়, আমাদের জাতীয় জীবনের সংগ্রামী চেতনার মশাল।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন,পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল,জেলা মৎস্য কর্মকর্তা ডাঃ রাজু আহম্মেদ,সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যো হ্লা মং-সহ আরও অনেকে।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন
আলোচনার পরপরই শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও বিশেষ করে শিশু-কিশোরদের কণ্ঠে গোটা অডিটোরিয়ামে প্রাণসঞ্চার হয়ে উঠে।
অনুষ্ঠানের শেষ পর্বে কাজী নজরুল ইসলামের জীবনী, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।