খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রামে সহনশীল ও টেকসই জীবিকা নিশ্চিত করতে স্থানীয় এনজিও সংস্থা ‘আলো’ ও তৃণমূল উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের সমন্বয় সভা।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর সহযোগিতায় সভাটি আয়োজন করা হয় ‘সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্প’-এর আওতায়।
জেলা শহরের রেড-ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, উন্নয়নকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় উঠে আসে পাহাড়ি অঞ্চলের অর্থনৈতিক বৈচিত্র্য, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা, নারী ও যুবদের অংশগ্রহণ এবং সহনশীল উন্নয়ন কৌশল।
সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সম্পদ, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং সামষ্টিক অংশগ্রহণের মাধ্যমে এই অঞ্চলে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাঠামো গড়ে তোলা সম্ভব। তারা আরও বলেন, প্রকল্পের কার্যক্রম শুধু জীবিকার উন্নয়নেই নয়, বরং সামাজিক সম্প্রীতি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও নতুন কর্মসংস্থানের পথ উন্মোচনের পাশাপাশি, পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
এ সময় আলো’র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা,জয়া ত্রিপুরা,মঞ্জিলা সুলতানা ঝুমা,তৃণমূল উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক রিপন চাকমাসহ আরও বিভিউপস্থিত ছিলেন।