যশোর আজ বৃহস্পতিবার , ৮ মে ২০২৫ ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে সহনশীল জীবিকার জন্য সমন্বয় সভা

প্রতিবেদক
Jashore Post
মে ৮, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ
খাগড়াছড়িতে সহনশীল জীবিকার জন্য সমন্বয় সভা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রামে সহনশীল ও টেকসই জীবিকা নিশ্চিত করতে স্থানীয় এনজিও সংস্থা ‘আলো’ ও তৃণমূল উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের সমন্বয় সভা।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর সহযোগিতায় সভাটি আয়োজন করা হয় ‘সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্প’-এর আওতায়।

জেলা শহরের রেড-ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, উন্নয়নকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় উঠে আসে পাহাড়ি অঞ্চলের অর্থনৈতিক বৈচিত্র্য, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা, নারী ও যুবদের অংশগ্রহণ এবং সহনশীল উন্নয়ন কৌশল।

সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সম্পদ, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং সামষ্টিক অংশগ্রহণের মাধ্যমে এই অঞ্চলে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাঠামো গড়ে তোলা সম্ভব। তারা আরও বলেন, প্রকল্পের কার্যক্রম শুধু জীবিকার উন্নয়নেই নয়, বরং সামাজিক সম্প্রীতি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও নতুন কর্মসংস্থানের পথ উন্মোচনের পাশাপাশি, পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

এ সময় আলো’র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা,জয়া ত্রিপুরা,মঞ্জিলা সুলতানা ঝুমা,তৃণমূল উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক রিপন চাকমাসহ আরও বিভিউপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ