শার্শা প্রতিনিধি :: শার্শা উপজেলার শার্শা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের স্কুল পাড়ার মাঠে কাজ করাকালীন সময়ে বজ্রপাতে নিহত কৃষক আমির হোসেনের (৪০) পরিবারের পাশে দাড়ালেন উপজেলা প্রশাসন।
গতকাল সোমবার ( ২৮ এপ্রিল )দুপুরে মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে মৃত্যুবরণ করেন আমির হোসেন।
এলাকাবাসীর খবরে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান শার্শা উপজেলার মানবিক নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান।উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে আরো জানা গেছে।
আকস্মিক বজ্রপাতে নিহতের পরিবারের সদস্যদের সান্তনা দেওয়ার পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ হতে বজ্রপাতের সময় সকলকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।