যশোর আজ বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে অপহৃত চবির সেই পাঁচ শিক্ষার্থী মুক্তি পেয়েছে

প্রতিবেদক
Jashore Post
এপ্রিল ২৪, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ
খাগড়াছড়িতে অপহৃত চবির সেই পাঁচ শিক্ষার্থী মুক্তি পেয়েছে
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: অপহৃত পিসিপি সদস্য রিশন চাকমাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী মুক্তি পেয়েছে।

গত বুধবার সকালে খাগড়াছড়ি সদরস্থ গিরিফুল এলাকা থেকে অপহৃত পিসিপি সদস্য রিশন চাকমাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণকারীরা কয়েক দফায় মুক্তি দিয়েছে।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ( পিসিপি ),চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুক্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন- পিসিপি চবি শাখার সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিশন চাকমা,চারুকলা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের

শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা,একই বিভাগ ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্ৰীময় চাকমা, নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিব্যি চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লংঙি ম্রো।

শিক্ষার্থী,প্রগতিশীল ব্যক্তি ও ছাত্র সংগঠনসমূহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তোলায় অবশেষে ব্যাপক জনরোষের মুখে পড়ে অপহরণকারীরা কয়েক দফায় মুক্তি দিয়েছে বলে জানা গেছে। অপহৃত পাঁচ শিক্ষার্থীর মুক্তির দাবিতে বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, খাগড়াছড়ি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বেচ্ছার ছিল।

উল্লেখ্য যে, বাঘাইছড়িতে বিঝু উৎসবে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে গত ১৬ এপ্রিল ২০২৫ তারিখে টমটম ড্রাইভার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অহপরণ করা হয়।

সর্বশেষ - সারাদেশ