যশোর আজ বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

শিল্পী কবির বিন সামাদকে ওয়াজ মাহফিলে প্রকাশ্য হুমকি

প্রতিবেদক
Jashore Post
এপ্রিল ২৪, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ
ইসলামি আলোচক ও শিল্পি কবির বিন সামাদকে
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: দেশের সনামধন্য কনটেন্ট ক্রিয়েটার,ইসলামি আলোচক ও শিল্পি কবির বিন সামাদকে তাফসির মাহফিলে আলোচনাকালীন সময়ে প্রকাশ্য হুমকি দিলো আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বি এনপি নেতা আব্দুর রউফ।

বুধবার ( ২৩ এপ্রিল )সাতক্ষীরা জেলার আলিপুর চেকপোস্ট সোনালী প্রেট্রোল পাম্পের পাশে অবস্থিত আলিপুর চেকপোস্ট যুব কমিটির উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের অনুষ্ঠানে ঘটনাটি ঘটে।

ইতিমধ্যে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।কবির বিন সামাদের সহিত বিতর্কিত চেয়ারম্যানের অশোভন আচরনে সমালোচনার ঝড় বইছে ভক্ত অনুরাগীদের মাঝে।

ঠিকানা টিভি ও ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদরাসার চেয়ারম্যান কবির বিন সামাদের সামাজিক সুনাম নষ্ট করার জন্য উদ্দেশ্য প্রনোদীত হয়ে অভিযুক্ত চেয়ারম্যান ঘটনাটি ঘটিয়েছে বলে তারা মনে করেন।

তাৎক্ষনিক নিন্দাও জানিয়েছেন আলেম সমাজসহ মাহফিলে আগত মুসল্লিরা বলে নিশ্চিত করেন মাওলানা সাইফুল্লাহ বিন কোরবান।

ছাত্র-জনতার অভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে পাওয়া ইসলামী বিদ্বেষী মনোভাব কখনোই মেনে নেবেনা আলেম সমাজ। তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত করে অপরাধীর শাস্তি দাবী করেছেন।

অশোভন আচরনের দ্বায়ে অভিযুক্ত সাতক্ষীরা জেলার ৭ নং আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফের সহিত যোগাযোগের চেষ্টা চালিয়েও সাক্ষাৎ না মেলায় বক্তব্য জানা যাইনী।

বিষয়টি জানতে কবির বিন সামাদের সহিত যোগাযোগ করলে তিনি যশোর পোস্ট প্রতিনিধিকে বলেন বয়ান চলা কালিন সময়ে চেয়ারম্যান আমাকে অপ্রাসঙ্গিক একটি বিষয়ে প্রশ্ন করলে আমি তাহাকে পরবর্তী প্রধান বক্তার কাছ হতে উত্তর জানার অনুরোধ করি। তিনি তা প্রত্যাখান করে আমার কাছ হতে শুনতে চাইলে আমি আমার মত করে তাকে বোঝানোর চেষ্ঠা করা কালীন সময়ে সে আমার সহিত অশোভন আচরন করে ও প্রকাশ্য হুমকী দেই। পরে আয়োজক কমিটি ও প্রশাসনের সহযোগীতাই আমি ঘটনাস্থল ত্যাগ করি।

এ বিষয়ে আয়োজক কমিটির সহিত যোগাযোগ করলে তাহারা গতকালের অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

সর্বশেষ - সারাদেশ