যশোর আজ মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

যশোরের ভবদহের জলাবদ্ধতা পরিদর্শন করলো তিন উপদেষ্টা

প্রতিবেদক
Jashore Post
এপ্রিল ২২, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ
যশোরের ভবদহের জলাবদ্ধতা পরিদর্শন করলো তিন উপদেষ্টা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: যশোরের ভবদহ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ভবদহ এলাকা পরিদর্শন করেন অন্তবর্তী সরকারের তিন উপদেষ্টা। মঙ্গলবার( ২২ এপ্রিল )সকালে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ভবদহ এলাকা পরিদর্শন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম,পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ও স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল ( অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ভবদহ এলাকা পরিদর্শন করেন। এসময় তাদের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও ছিলেন।

এর আগে সকাল ১০টায় তারা হেলিকপ্টারে নওয়াপাড়া সরকারি কলেজ মাঠে পৌঁছে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের সঙ্গে ভবদহের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।এ সময় উপদেষ্টাগণ দুর্ভোগে থাকা মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন।

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন- বর্তমান সরকার ভবদহের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কয়েকটি মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় ১৭ হাজার হেক্টর জমিতে এবার ধান চাষ সম্ভব হয়েছে। তবে,এখনও ৪ হাজার হেক্টর জমি জলাবদ্ধ অবস্থায় রয়েছে।

প্রধানত সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খননের কাজ শুরু হতে যাচ্ছে,যা অতিরিক্ত পানি জমে যাওয়ার সমস্যা নিরসনে সহায়ক হবে। এর পাশাপাশি,সেচপাম্পের কার্যক্রম এবং বিদ্যুৎ বিল হ্রাসের বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ইতিমধ্যে ৪৬ শতাংশ কমিয়ে দিয়েছে। কৃষি ব্যাংকেও ঋণের সুদ মওকুফের ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপদেষ্টারা জানান,জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকার ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি শুরু করেছে। তারা সকল পক্ষের মতামত গ্রহণের মাধ্যমে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর পরিকল্পনা করছেন।

বিকেলে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুধীসমাজ ও ভবদহ সংগ্রাম কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন পরিদর্শনে আসা উপদেষ্টারা।

স্থানীয়দের অভিযোগ, গত চার দশকে ৬৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয়নি। তারা দীর্ঘদিন ধরে ‘টাইডাল রিভার ম্যানেজমেন্ট ( টিআরএম )’চালু ও আমডাঙ্গা খাল খননের দাবি জানিয়ে আসছেন।

ভবদহ সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, “তিন উপদেষ্টার একসঙ্গে আগমন আমাদের দীর্ঘ আন্দোলনের বড় সাফল্য। আমডাঙ্গা খাল খননের টেন্ডার শুরু হয়েছে, টিআরএম চালু নিয়ে আশাবাদী আমরা।

সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিত বাওয়ালী বলেন,“পানিনিষ্কাশনের কিছু কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। কৃষকদের ক্ষতিপূরণ ও দুর্নীতির বিচার চাই আমরা।

সর্বশেষ - সারাদেশ