যশোর আজ মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

নাভারনে চলন্ত ট্রাকে গাছের ডাল ভেঙ্গে পড়ে আহত-২

প্রতিবেদক
Jashore Post
এপ্রিল ১৫, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ
নাভারনে চলন্ত ট্রাকে গাছের ডাল ভেঙ্গে পড়ে আহত-২
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

শার্শা প্রতিনিধি:: যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পুরাতন একটি কৃষ্ণচূড়া গাছ চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় মূল সড়ক বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার ( ১৫ এপ্রিল ) দুপুরের সময় এ দূর্ঘটনা ঘটে। এতে ট্রাকের ড্রাইভার এবং এক ভ্যান চালক আহত হয় ও কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

জানা গেছে, যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন বাজারের বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেটের সামনে রাস্তার পাশে একটি কৃষ্ণচুড়া গাছের বড় ডাল হঠাৎ করে চলন্ত একটি ট্রাক ( যশোর ট ১১-৬০৪২) এর উপর ভেঙে পড়লে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দু’দিকে বেনাপোল স্থলবন্দরের পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়।

খবর পেয়ে নাভারন হাইওয়ে থানার পুলিশ এবং বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথ ভাবে ট্রাকের উপর থেকে গাছটি মেশিন দিয়ে কেটে দ্রুত সরিয়ে ফেলার পর পুনরায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নাভারন হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ট্রাকের উপর ভেঙে পড়া কৃষ্ণচূড়া গাছের ডাল ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত কেটে সরিয়ে ফেলেছে।সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহত দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

সর্বশেষ - সারাদেশ