খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে খাগড়াছড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার( ২৯মার্চ )সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১০০জন সুবিধাভোগী ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এ উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন,প্রতিবন্ধীদের পাশে আমরা সবসময় পাশে আছি। তারা আমাদেরই সন্তান। তাদের যে কোন প্রয়োজনে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসনসহ সকলেই পাশে থাকবে বলে আশ্বাস দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ,প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল,জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোঃ শাহজাহান প্রমূখ।