চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল করিম নামে এক টিএসআই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ( ২৭মার্চ )সন্ধ্যায় দিনাজপুর কাহারোল উপজেলার দশমাইল-বীরগঞ্জ হাইওয়ের ১১মাইল পূর্ব সাদিপুর এলাকায় ঘটনাটি ঘটে ।
হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায় দিনাজপুর সদর ট্র্যাফিক টিএসআই আব্দুল করিম সংগীয় ফোর্সসহ বীরগঞ্জ থানা এলাকায় ডিউটি শেষে দিনাজপুরের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা করে কাহারোল থানাধীন দশমাইল-বীরগঞ্জ হাইওয়ের ১১মাইল পূর্ব সাদিপুর এলাকায় পৌছলে বীরগঞ্জগামী শামীম পরিবহন এর একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর হাইওয়ে পুলিশ জানায় দুর্ঘটনার পরপরেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌছায় এবং লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । দুই পাশের যানচলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে ।