খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে নারী ও শিশু নির্যাতন মামলায় ০২ জন আসামীকে আটক করেছে পুলিশ ।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, সোমবার রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানাধীন তৈচালাপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে দুই জন নারী ও শিশু নির্যাতন মামলা আসামীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন রামগড় পৌরসভার ০৬ নং ওয়ার্ড এর তৈচালাপাড়া (কৈলাশ পাড়া )গ্রামের মৃত কালী কুমার ত্রিপুরার ছেলে রাজু ত্রিপুরা ( ৪২) ও মৃত মাধু মিয়ার ছেলে বাবুল মিয়া।
তারা দুইজন রামগড় থানার নারী ও শিশু নির্যাতন মামলার এজারভুক্ত আসামী। মূলত বাবুল মিয়া বেটারী চালিত অটো রিক্সা চালক। আসামী দুইজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য গত সোমবার ( ১৭/০৩/২০২৫ )সকালে জনৈক ছাত্ৰী বাবুল মিয়ার অটোরিক্সায় করে প্রাইভেট পড়তে যাওয়ার পথে গন্তব্যস্থানে নামিয়ে না দিয়ে রাজু ত্রিপুরার সহযোগীতায় জোরপূর্বক অপহরণ করিয়া অন্যত্র নিয়া যায়। উক্ত ছাত্রীর চিৎকার করিলে আশপাশের লোকজন জড়ো হলে,উক্ত ছাত্রীকে ছেড়ে দিয়ে অটোরিক্সা নিয়ে আসামীরা পালি যায়। পরে উক্ত ছাত্রীটি থানায় এসে নারী ও শিশু আইনে মামলা করেন।