যশোর আজ বুধবার , ২০ নভেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের চিফ গ্রেপ্তার

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ২০, ২০২৪ ৮:৩৪ অপরাহ্ণ
খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের চিফ গ্রেপ্তার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড়ের দুর্গম পাহাড়ি এলাকা জরিচন্দ্রপাড়া হতে পিস্তল ও এলজিসহ সুবেল ত্রিপুরা প্রকাশ সজল (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ( ১৯ নভেম্বর ) ভোররাতে পুলিশের এক বিশেষ অভিযানে সে গ্রেফতার হয়। সে একটি মামলার সাজাপ্রাপ্ত ও অপর তিনটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী বলে জানা যায়।

পুলিশ জানায়, সজল ইউপিডিএফের মূল গ্রুপের প্রধান চাঁদা কালেক্টর ছিল। গোপনসূত্রে খবর পেয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে ও রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিনের নির্দেশনায় রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার ভোরের দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জরিচন্দ্রপাড়ায় অভিযান চালায় ।

এ সময় একাধিক মামলার পরোয়ানাভূক্ত আসামী সুবেল ত্রিপুরা প্রকাশ সজলকে ( ২৮) গ্রেফতার করে পুলিশ। পুলিশ তার বসতঘর তল্লাশি করে দেশিয় তৈরি একটি পিস্তল, একটি এলজি,দুই রাউন্ড কার্তুজ ও দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করে।

ওসি মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গ্রেফতার সুবেল ত্রিপুরা প্রকাশ সজলের বিরুদ্ধে থানায় অস্ত্রসহ বিভিন্ন অপরাধের ৪টি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তার তিন বছরের সাজা হয়। চারটি মামলায়ই সে পরোয়ানাভূক্ত পলাতক আসামী।

তিনি আরও জানান, মঙ্গলবার তার নামে অস্ত্র আইনে আরও একটি মামলা রুজু করা হয়েছে। তাকে খাগড়াছড়ি আদালতে সোর্পদ করার পর আদাল তাকে জেলা কারাগারে প্রেরণ করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত