রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: হেমন্তের পড়ন্ত বিকেলে উৎসব মুখর পরিবেশে যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গায় ‘আহাদুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ( ১৮ নভেম্বর )বিকেলে গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গড়ভাঙ্গা ফুটবল ফেডারেশনের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করে এই ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন ঘোষণা করেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক ও বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক।
উদ্বোধনী খেলায় ট্রাই-বেকারে নওয়াপাড়া ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে জাতপুর তালা ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন শরিফুল ইসলাম ও ধারা বর্ননায় ছিলেন মাস্টার রফিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী খেলা শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় দর্শকে পূর্ণ হয়ে যায়। অনেক দর্শক গ্যালারিতে জায়গা না পেয়ে স্কুল ভবনে উঠে খেলা উপভোগ করেন। উদ্বোধনী খেলা উপভোগ করার জন্য মাঠের চারপাশে হাজারো দর্শকের ছিল উপচেপড়া ভিড়।
খেলা দেখতে আসা দর্শক হারুন অর রশিদ বলেন,বহুদিন পর এ-ই মাঠে খেলা হওয়ার কারণে আনন্দ সহকারে খেলা উপভোগ করছি।