আনোয়ার হোসেন :: বেনাপোল বলফিল্ড ময়দানে নামাজে জানাজা শেষে বিশেষ মর্যাদায় শুক্রবার ( ১৫ই নভেম্বর ) সকাল ১১টার দিকে বেনাপোলের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে শহীদ আবদুল্লাহর দাফন সম্পন্ন হয়েছে।কোটা সংস্কার আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ আবদুল্লাহ (২৩) তিন মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার ( ১৪ই নভেম্বর ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
এর আগে ( ১৪ই নভেম্বর ) ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৭টার দিকে জানাযা শেষে আবদুল্লাহর মরদেহ গ্রামের বাড়ি যশোরের বেনাপোল নিয়ে আসা হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টা ৩০মিঃদিকে যশোরের বেনাপোল হাইস্কুল বলফিল্ড মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় হাজারো মানুষ অংশ নেয়। উপজেলা প্রশাসন তাকে গার্ড অব অনার প্রদান করে।এ সংক্রান্তে প্রধান উপদেষ্ঠার কার্যালয় হতে উপজেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়।
জানাযা শেষে বড় আচড়াঁ গ্রামে তার নানাবাড়ির পারিবারিক কবরস্থানে নানা-নানির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আবদুল্লাহ। নামেজে জানাযায় ইমামতি করেন মাওলানা সায়্যেদুল বাসার বলে নিশ্চিত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোলের প্রতিনিধি সাজেদুর রহমান সিপু।
উল্লেখ্য,গত ৫ই আগস্ট সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজার মোড়ে বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হয় আবদুল্লাহ। তার কপালের ঠিক মাঝ বরাবর গুলি লাগে।এমন অবস্থায় প্রায় দুই থেকে তিন ঘণ্টা তিনি রাস্তায় পড়ে ছিলো বলে জানা গেছে।
প্রথমে তাকে মিটফোর্ড পরে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। সেখানে অস্ত্রেপচার করে তার মাথা থেকে গুলি বের করা হয়। তবে অবস্থা আশঙ্কাজনক থাকলেও তাকে হাসপাতাল থেকে ১০ই আগস্ট ছাড়পত্র দেওয়া হয়।
তাকে বেনাপোল নিয়ে আসেন স্বজনরা। বাড়িতে তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে ১১ই আগস্ট রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হওয়ায় ডাক্তাররা দ্রুত আবারও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।