যশোর আজ বুধবার , ৯ অক্টোবর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

দিনাজপুর জেলা বিএনপির সংবাদ সম্মেলন

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ৯, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ
দিনাজপুর জেলা বিএনপির সংবাদ সম্মেলন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: প্রোপাগান্ড ছড়িয়ে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিকে কলুষিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার ( ৯ অক্টোবর ) সকাল ১১টায় বিএনপির দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

সংবাদ সম্মেলনে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এড:মোফাজ্জল হোসেন দুলাল বলেন একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক অপপ্রচার চালাচ্ছে । এ ছাড়াও তিনি বলেন সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি নির্বাচিত হওয়ার পর থেকে একটি মহল তাকে জড়িয়ে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন কল্প কাহিনী সাজিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।

বিগত সরকারের আমলে অনেক লড়াই,সংগ্রাম এবং ৬২টি মামলার শিকার হয়েও গা বাঁচিয়ে নিজেকে আড়াল করে রাখেনি। সকল নেতা কর্মীদের সাথে নিয়েই দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ গেছেন এবং যাচ্ছেন।

সংবাদ সম্মিলনের সার সংক্ষেপ তুলে ধরে তিনি বলেন দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের দেবেন তিরকি নামে এক ব্যক্তির মাধ্যমে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিকে জড়িয়ে মিথ্যা,বানোয়াট ও কটুক্তিমুলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ভিডিওটি দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক উক্ত ঘটনার বিষয়ে সরেজমিনে তদন্তের জন্য গত ১৩সেপ্টেম্বর ঘটনাস্থলে যায় ।

একচিলতে কুচক্রী মহলের উস্কানিতে সাধারন সম্পাদককে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই ভিডিও তারা নিজেরাই তৈরি করে আপলোড করে বলে নিশাত নামের জনৈক ব্যক্তি জানায়। উক্ত ঘটনার পরপরেই মোঃ মোস্তাফা কামাল মিলনের নেতৃত্বে ২০থেকে ২৫জন ব্যক্তি ৪নং শেখপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দল ইসলামের বাসায় গিয়ে বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আঃ খালেককে আটকে রেখেছে বলে জানাজানি হলে মূহুর্তের মধ্যে এলাকাবাসী এসে আঃ খালেককে উদ্ধার করে গাড়িতে উঠিয়ে দেয় এবং মিলন গ্রুপের সাথে এলাকাবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারি হয়।

এঘটনায় ৪নং শেখপুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবেদুল ইসলাম দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নাম্বার ৫৫৮/২৪ । পরবর্তীতে ঐ কুচক্রী মহল জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৩২জনের নাম উল্লেখ করে মামলা করে।য ঘটনার সাথে সাধারণ সম্পাদকসহ নেতা কর্মীদের কোন সম্পৃক্ততা নেই।

এরই ধারাবাহিকতায় গত ৬অক্টোবর নিমতলা প্রেসক্লাবের সামনে মোস্তাফা কামাল মিলন,শাহীন ও তার পরিবার নিয়ে একটি ভিত্তিহীন ও বানোয়াট ঘটনা সাজিয়ে মানববন্ধন করে।পরিশেষে উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের ঘটনার সত্যতা অন্বেষন করে গনমাধ্যমে সংবাদ প্রকাশের অনুরোধ জানান দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোকাররম হোসেন, ৯নং আশকরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়নের সভাপতি আবু বকর সিদ্দিক,জেলা যুবদলের মোন্নাফ মুকুল, মাসুদ আলমসহ প্রমুখ।

সর্বশেষ - সারাদেশ