আনোয়ার হোসেন :: প্রায় দেড় মাস বন্ধ থাকার পর আবারও বেনাপোল স্থলবন্দর রেলপথ দিয়ে ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য শুরু হয়েছে। গতকাল বুধবার ( ৪ সেপ্টেম্বর ) রাত ১০টার সময়ে ভারত থেকে ট্রেনে দুই টি চালানে দুই হাজার ৪৬০মেঃ টন জিপসাম সার এবং ৬১টি ট্রাক্টর পণ্য নিয়ে ভারতীয় রেল প্রবেশ করে বাংলাদেশের অভ্যান্তরে।
বেনাপোল আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান,বেনাপোল দিয়ে রেলপথে বাণিজ্য পরিবহন সেবা চালু হয়েছে।
বেনাপোল স্থল বন্দর সূত্রে জানা যায়,১৯ জুলাই থেকে দুই দেশের মধ্যে রেল পথে পণ্য পরিবহন এবং পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধের পাশাপাশি বাংলাদেশিদের ভিসা দেওয়াও বন্ধ করে ভারত সরকার। এরপর দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে পুনরায় শুরু হলো রেলপথে আমদানি বাণিজ্য।