যশোর আজ বুধবার , ২৮ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

পলাশবাড়ীতে বাসের ধাক্কায় অটোভ্যান চালকসহ নিহত-২

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ২৮, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় অটোভ্যান চালকসহ নিহত-২
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ীতে দ্রুতগামী কোচের ধাক্কায় সড়ক দূর্ঘটনায় ব্যাটারি চালিত অটোভ্যানের চালকসহ ঘটনাস্থলেই ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জাানায়,বুধবার ( ২৮ আগস্ট ) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের মাঝিপাড়া নামক এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।

জান্নাত পরিবহনের যাত্রীবাহী একটি কোচ চট্রগ্রাম থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে মাঝিপাড়া নামক এলাকায় দ্রুতগামী কোচটি নিয়ন্ত্রণ হারায়। এসময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি অটোভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই ভ্যান চালকসহ ২ জন নিহত হন।

নিহতরা হলেন গাইবান্ধা সদরের তুলশীঘাট তিনমাইল এলাকার তাহেরুল সর্দারের ছেলে রেজাউল করিম (৪৩) ও পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউপির হোসেনপুর করতোয়াপাড়া গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে রুবেল মিয়া (৪০) বলে জানা যায়।

থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান ২ জন নিহতসহ বেশ কয়েকজন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সেইসাথে চালক পালিয়ে গেলেও ঘাতক কোচটি আটক করা হয়েছে বলে তিনি জানান। ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়।

সর্বশেষ - সারাদেশ