চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: “সকল বাধা দূর করি, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ ২০২৪ পালন করা হয়েছে।
মঙ্গলবার ( ২৭ আগস্ট ) উপজেলার মোহাম্মদপুরে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির মাঠ চত্ত্বরে ও গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৪ পালনে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশ এর সভাপতিত্বে ও হেল্থ অফিসার সাহিদুজ্জামান এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির সিডিসির সভাপতি প্রফুল্য কর্মকার,গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির মেডিকেল অফিসার ডাঃ মিরাজুল ইসলাম,প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তরা বলেন, “মায়ের দুধ শিশুর জন্য যেমন উপকারী, মায়ের জন্যও উপকারী। তাছাড়া মা শিশুকে বুকের দুধ খাওয়ালে মা’র স্তন ক্যান্সারের ঝুকি কম থাকে।তিনি আরো শিশুর বয়স ভিত্তিক খাবারের উপর গুরুত্ব আরোপ করেন।”