যশোর আজ বুধবার , ২১ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

রাজস্ব ফাঁকি দিতেই ব্লিচিং ঘোষণায় আনা হয় ফেব্রিক্স!নেপথ্যেএকাধিক কাস্টমস কর্মকর্তা

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ২১, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ
রাজস্ব ফাঁকি দিতেই ব্লিচিং ঘোষণায় আনা হয় ফেব্রিক্স!নেপথ্যেএকাধিক কাস্টমস কর্মকর্তা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তৎপরতায় ও গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা গত মঙ্গলবার ( ২০ আগস্ট ) দুপুরে ভারতীয় ১০চাকার দুটি ট্রাক যোগে আসা ( ডাব্লু বি- ৬০৪৭ ও এন এল ০২-১৫২১) আমদানিকৃত ৩৬ হাজার কেজি ওজনের ১২ শো ব্যারেল ব্লিচিং পাউডার পণ্য চালান আটক করেন।

কাস্টমস কর্মকর্তা,পুলিশ,গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বন্দরে কর্মরত লেবাররা ব্যারেল গুলো খুললে বের হয় বালু ও ১৩ হতে ১৫ কেজি ওজনের নেট ও ভ্যলভেটের ফেব্রিক্সের থান।

কাস্টমস কর্তৃপক্ষসহ স্থানীয় ব্যবসায়িক মহলের দাবী বড় অঙ্কের রাজস্ব ফাঁকি দিতেই মিথ্যা ঘোষণায় ব্লিচিং পাউডারের স্থলে আনা হয় ফেব্রিক্স। সংবাদ লেখাকালীন সময়ে ৪৪টি ব্যারেলে ভর্তি আনুমানিক ১২শো কেজি ব্লিচিং পাউডার পাওয়া গেছে। আটক হওয়া পণ্য চালানের ওজন ও মূল্য নির্ধারনের কাজ চলমান রয়েছে। আনুষ্ঠানিক ভাবে এখনো পর্যন্ত কাস্টমস কর্তৃপক্ষ বিবৃতি দেইনি।

স্থানীয় একাধিক সূত্র জানান,আমদানি কারক প্রতিষ্ঠান খুলনার জামাল বানিজ্য ভান্ডার, সি এন্ড এফ এজেন্ট মালিক আলমগীর,বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা খাইরুজ্জামান ও রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুল হেলিম ভূইয়া যোগসাজে রাজস্ব ফাঁকি চেষ্ঠায় বেনাপোল স্থল বন্দরে পণ্য চালানটি ঢোকায়। আলমগীরের ভাই মইদুলের মধ্যস্থতায় ৫ লাখ টাকা ঘুস নিয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা খাইরুজ্জামান গত ১৫ আগস্ট নাম মাত্র কায়িক পরীক্ষা করে পণ্য চালানের ছাড় পত্রে সাক্ষর করেন।একাজে অপর সহযোগী রাজস্ব কর্মকর্তা হেলম ভুইয়া সহকারী কমিশনারকে ফাইলে স্বাক্ষর করিয়ে পণ্য খালাসের ব্যবস্থা করতে নেন ১০ লাখ টাকা যা উর্দ্ধতণ কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদ ও সুষ্ঠ তদন্তে বেরীয়ে আসবে।

সব কিছু ঠিক থাকলেও বাধ সাধে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এন এস আই। ভারতীয় ট্রাক হতে বাংলাদেশী কার্ভাডভ্যানে লোডিং প্রক্রিয়ার শেষ সময় শুল্ক গোয়েন্দা সংস্থা পণ্য চালানটি আটক করে কাস্টমসে নেন।

আমদানি কারকের পক্ষে সিএন্ড এফ এজেন্ট প্রতিনিধি মেসার্স চৈতি এন্টার প্রাইজের স্বত্তাধীকারী আলমগীর হোসেন মুঠো ফোনে জানান, তিনি কাস্টমস নির্ধারিত ধার্য্যকৃত রাজস্বের টাকা ৩লাখ৩৩হাজার দুইশত টাকা সোনালী ব্যাংকের বেনাপোল শাখায় জমা দিয়ে বিধি মেনেই কাস্টমস ছাড় পত্র পেয়ে বন্দর হতে পন্য খালাস করতে যান। এসময় কাস্টমস কর্তৃপক্ষ পণ্য চালানটি আটক করলে তিনি জানতে পারেন মিথ্যা ঘোষাণায় ফেব্রিক্স আনা হয়েছে। এটি আমদানিকারক ও রপ্তানীকারক তাকে সম্পূর্ণভাবে গোপন করেছেন। তাহার লাইসেন্স নং- ১৬ এল সি- সি এ০৮ ও এ আই এন নং- ৬০১০৮০০১৬।

সহকারী রাজস্ব কর্মকর্তা খাইরুজ্জামানের অফিস কক্ষে গেলে তিনি ছুুটিতে রয়েছে বলে জানা গেছে। মুঠো ফোনে একাধিকবার কল করলেও রিসিভ না করায় বক্তব্য জানা যাইনী। তার অফিস সহকারী জানান,গতকাল পণ্য চালান আটকের পর স্যার কাস্টমস হাউসে গেলেও এখনো পর্যন্ত অফিসে আসেননী।

রাজস্ব কর্মকর্তা হেলেম ভূইয়া অফিসে অনুপস্থিত থাকায় মুঠো ফোনে জানতে চাইলে বলেন পণ্য পরীক্ষন আমি করিনি শুধু ফাইলে সই করেছি। এখন আমি হেড কোয়ার্টারে আছি এবং পণ্য আটকের তথ্য জানতে চাইলে ডেপুটি কমিশনারের সহিত যোগাযোগ করেন।

কর্মকর্তার অনুপস্থিতি ও রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য নেওয়ার সময় আটক বিষয়ে জানতে স্টেশনটির সহকারী কমিশনার আবু সালেহ আব্দুন নূরের সহিত যোগাযোগ করলে তিনি জানান,মৌখিক ভাবে খাইরুজ্জামান তার নিকট ছুটি চাইলেও তাকে অফিসিয়ালি ছুটি দেওয়া হয়নি। সার্বিক বিষয়ে কাস্টমস কমিশনার মহোদয় খতিয়ে দেখছেন। এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আরো জানান।

সর্বশেষ - সারাদেশ