যশোর আজ বুধবার , ১৪ আগস্ট ২০২৪ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোল স্থল বন্দরে দুই কর্মকর্তা ও ৩৫কর্মচারী নিয়োগ

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ১৪, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ
বেনাপোল স্থল বন্দরে দুই কর্মকর্তা ও ৩৫কর্মচারী নিয়োগ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

আনোয়ার হোসেন :: আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি ফেরাতে যশোরের বেনাপোল স্থলবন্দরে নতুন করে ২ জন কর্মকর্তা ও ৩৫জন কর্মচারী নিয়োগ দিয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।

নতুন নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্থল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল বলেন,বন্দরে জনবল স্বল্পতা ছিলো। পাশাপাশি বন্দরের বিরাজমান সমস্যা নিরসনে চাহিদার প্রেক্ষিতে এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার থেকে তারা কর্মস্থলে যোগদান করেছেন।

নব-নিয়োগ প্রাপ্তরা বেনাপোল স্থল বন্দরের অপারেশনাল কার্যক্রম সহ সার্বিক কার্যক্রমে সুষ্ঠুভাবে পরিচালন ও বেনাপোল স্থলবন্দরের স্টেক হোল্ডারদের কে যথাসময়ে সেবা প্রদান করবে।

এর আগে নতুন এই ৩৭ জন কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন সহ দুই দিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরে তাদের বেনাপোল স্থল বন্দরের বিভিন্ন শেড, ইয়ার্ড, দপ্তর, শাখায় পোস্টিং দেওয়া হয়ে হয়েছে বলে তিনি আরো জানান।

সর্বশেষ - সারাদেশ