যশোর আজ শনিবার , ১০ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

জ্বালানীতেল পরিমানে কম দেওয়ায় বেনাপোলের দুই পাম্পকে জরিমানা

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ১০, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ
জ্বালানীতেল পরিমানে কম দেওয়ায় বেনাপোলের দুই পাম্পকে জরিমানা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

হাসানুজ্জামান,বেনাপোল প্রতিনিধি :: বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর দেশ সংস্কার কাজের ধারাবাহিকতায় দেশের অন্যন্য স্থানের ন্যায় বেনাপোলেও নিরলস ভাবে কাজ করছে শিহ্মার্থীরা।এরই ধারাবাহিকতায় শুক্রবার ( ৯আগস্ট ) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেনাপোলের তেল পাম্পগুলো মনিটরিং করার সময় ২টি পাম্পের অনিয়ম দেখতে পেলে বেনাপোল পোর্টথানা পুলিশকে অবহিত করেন।

তাৎক্ষনিক শার্শা উপজেলার সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুসরাত ইয়াসমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেনাপোল ফিলিং স্টেশন ও শাহাজালাল ফিলিং স্টেশনকে ২ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোলের সমন্বয়ক রেজওয়ান হোসেন আকাশ জানান,বেনাপোল ফিলিং স্টেশেনের মালিক গোলাম মোর্শেদ সেলিম ছাত্র সমাজের তোপোর মুখে ভুল স্বীকার করেছেন ও ভবিষ্যতে এধরনের কর্মকান্ড করবেন না বলেও প্রতিশ্রুতি দেন।

পৌর নাগরিকদের অধিকার নিশ্চিতে এ ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে।পাশাপাশি তাহারা বেনাপোলের যানজট নিরসনে ট্রাফিক এর দায়িত্বও পালন করছেন। একাজে সকলের সহযোগীতা চেয়েছেন।

স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথম বেনাপোলে শিক্ষার্থীদের সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে অনিয়ম ও দূর্নীতের বিরুদ্ধে স্বেচ্ছার হতে দেখায় সাধুবাদ জানিয়েছে এলাকার বিশিষ্টজনেরা।

সর্বশেষ - সারাদেশ