চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুর সদরের ৫ নং উপশহরের বাসিন্দা মোঃ সাফিউল হক সাফিসহ সহ তার সহোযোগী কয়েকজনের বিরুদ্ধে একই এলাকার এক অসহায় নারীর জীবিকা নির্বাহের উৎস তৈরীকৃত স্যানিটারি মালামাল( টয়লেটের রিং,স্লাব ) ভাংচুর ও চুরি করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার অপরাধে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোছাঃ রিনা বেগম।
শনিবার ( ১৩ জুলাই )সন্ধ্যায় দিনাজপুর কোতোয়ালি থানায় সদরের ৫নং উপশহর এলাকার বাসিন্দা মোঃ এনামুল হকের ছেলে মোঃ সাফিউল হক সাফি(৩৫) কে প্রধান আসামী করে তার সহোযোগী আরো ৬জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন উপশহর ৫নং ব্লকের মোঃ আলমের স্ত্রী মোছাঃ রিনা বেগম ।
অভিযোগে উল্লেখিত অন্যান্যরা হলেন-উপশহর ৫নং ব্লকের মোঃ সেলিমের ছেলে মোঃ আরিফ হোসেন ( ৩০) ,বিশ্বনাথ পুর মাজার সংলগ্ন মোঃ সাব্বিরের ছেলে মোঃ শুভ (২৪),ও মোঃ মেরাজ( ৩০), উপশহর ৫নং ব্লকের মৃত আমিনের ছেলে মোঃ বাবু( ৩০) ও মোঃ মিলন( ৩২) এবং উপশহর ৭নং ব্লকের মিল সংলগ্ন মোঃ আমিনের ছেলে মোঃ মানিক হোসেন (৪০)সহ আরোঅজ্ঞাতনামা ৯/১০জন ।
অভিযোগসুত্রে জানা যায় তার স্বামী মোঃ আলমের সাথে উপরোক্ত আসামীদের দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জের ধরে গত ১০জুলাই রাত আনুমানিক ১১টার সময় উপশহর ৭নং ব্লকের মসজিদের পশ্চিমে পাকা রাস্তা সংলগ্ন ফাঁকা জায়গায় থাকা তৈরীকৃত অনুমান ১০০টি টয়লেটের রিং ও স্লাব ভাংচূর করে রিনা বেগমের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।
খবর পেয়ে রিনা বেগম ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের মৌখিক প্রতিবাদ করতে গেলে কোন ধরনের কর্ণপাত না করে উল্টো তাদের কাজে বাঁধা দিলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও খুন জখম করার হুমকি প্রদান করে সেখান থেকে ৫০থেকে ৬০টি রিং ও স্লাব ভ্যান যোগে চুরি করে নিয়ে গিয়ে আরো ৫০হাজার টাকার ক্ষতিসাধন করে।
এতেও ক্ষ্যান্ত না হয়ে উপরোক্ত অপরাধীরা পরস্পর যোগসাজস করে গত ১৩জুলাই দুপুর ১২টায় একই স্থানে থাকা রিং ও স্লাব তৈরির ইটের খোয়া তাদের সংগে আনা দুইটি ট্রাক্টরে উঠিয়ে নিয়ে চলে যায় ।সেই সময় বাদী রিনা বেগম জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌছলে তারা সেখান থেকে পালিয়ে যায় ।
এছাড়াও বাদী রিনা বেগম অভিযোগে উল্লেখ করেন যে আসামীরা এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজি কান্ডে জড়িত। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারনে এলাকার কেউ ভয়ে তাদের অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পায় না। মোছাঃ রিনা বেগম বলেন
আমি ও আমার পরিবারবর্গ মোঃ সাফিউল হক সাফিসহ তার গুন্ডাবাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনা ও জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি।
অভিযোগ বিষয়ে জানতে অভিযুক্তদের সহিত যোগাযোগের চেষ্ঠা চালিয়ে সাক্ষাৎ না মেলায় বক্তব্য জানা যাইনি। ভূক্তভোগী পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।