যশোর আজ সোমবার , ৮ জুলাই ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোল্ট্রি খামারীর মৃত্যু

প্রতিবেদক
Jashore Post
জুলাই ৮, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ
কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোল্ট্রি খামারীর মৃত্যু
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু জাবের ( ৩৮ ) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত একজন পোল্ট্রি খামারী।

সোমবার ( ০৮ জুলাই-২৪ ) সকাল সাড়ে ১২ টায় তার মৃত্যু হয়।সে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া গ্রামের সুজায়েত সরদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত মাওলানা আবু জাবের একজন পোল্ট্রি খামারী। সে দীর্ঘদিন যাবত বাড়ির পাশে একটি পোল্ট্রি খামার করে কোনমতে সংসারের জীবিকা নির্বাহ করে। সে খুব নম্র ভদ্র প্রকৃতির। বাড়ির পিছন দিয়ে বাঁশ ঝাড়ের মধ্য দিয়ে বিদ্যুৎ লাইন খামার পর্যন্ত টানা ছিল। ওই লাইন একটু নিচু থাকায় উঁচু করতে যাওয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। মাওলানা আবু জাবের এক স্ত্রী ও ২ মেয়ে-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় চেয়ারম্যান এস এম মুনজুর রহমান বলেন, তাঁর মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়েছে। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবাররিক সূত্রে জানা গেছে,আছর বাদ মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কেশবপুর থানার উপ-পরিদর্শক গোরাচাঁদ বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে মৃত ব্যক্তির মৃত্যুর কারণ ও বিবরণ অনুযায়ী সুরতহাল প্রতিবেদন করি। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় ধর্মীয় আচার মেনে সৎকারের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ