চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরে পোশাক শিল্পে বাংলার ঐতিহ্য ও লোক সংস্কৃতির শৈল্পিক সৌন্দর্য্য বহনকারী বিশ্ব রঙ শো রুমের শুভ উদ্বোধন করেন ঢালিউডের কুইন খ্যাত চিত্র নায়িকা অপু বিশ্বাস ।
বৃহষ্পতিবার বিকেল ৪টায় দিনাজপুর শহরের চুরি পট্রিতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিশিষ্ট ব্যক্তি বর্গ ও অপু বিশ্বাসের অসংখ্য ভক্ত বৃন্দের উপস্থিতিতে ফিতা ও কেক কেটে বিশ্ব রঙ শো রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এ সময় বিশ্ব রং এর স্বত্বাধিকারী বিপ্লব সাহা, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম,অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ) সিফাত রাব্বান ,দিনাজপুর প্রেমণসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, কন্ঠ শিল্পী অন্তরসহ একাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
দিনাজপুরে বিশ্ব রঙ শো রুমের শুভ উদ্বোধন কালে চিত্র নায়িকা অপু বিশ্বাস বলেন মানুষ ইচ্ছে করলে যে কোন জায়গা থেকে পোশাক কিনতে পারবে?কিন্তু বিশ্ব রঙ এমন একটি প্রতিষ্ঠান যারা পোশাকের মাধ্যমে বাঙ্গালী সংস্কৃতি ও লোকাল ঐতিহ্যকে ফুটিয়ে তুলে।
এছাড়াও দিনাজপুর অনেক ঐতিহ্যবাহী এলাকা এবং অনেক পুরোনো ঐতিহ্য বহন করে,আর এই ঐতিহ্যকে বিশ্ব রঙ পোশাকের সুনিপুণ কারুকার্যে ফুটিয়ে তুলে।বিভিন্ন ফেস্টিভগুলো পোশাক শিল্পের মাধ্যমে ফুটিয়ে তুলে।যা পরিধান করলে নিজেকেও ভালো লাগে এবং লোক সংস্কৃতির ঐতিহ্যগুলোও ফুটে উঠে।
বিশ্ব রঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা বলেন দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চুলের সংমিশ্রণ ঘটিয়ে বাহারি নকশা ও বৈচিত্রময়তায় উপস্থাপন করে; যা দিনাজপুরের ফ্যাশন প্রেমিদের কাঙ্ক্ষিত স্বপ্ন পুরন করবে।