যশোর আজ রবিবার , ২৮ জানুয়ারি ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

চুয়াডাঙ্গায় নার্সিং হোমের সেবিকা খুনের ঘটনায় আটক-৫

প্রতিবেদক
Jashore Post
জানুয়ারি ২৮, ২০২৪ ১০:৩৪ পূর্বাহ্ণ
চুয়াডাঙ্গায় নার্সিং হোমের সেবিকা খুনের ঘটনায় আটক-৫
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: চুয়াডাঙ্গার জীবননগর শহরে হাফিজা খাতুন ( ৩৫) নামে নার্সিং হোমের এক সেবিকা দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। নিহত হাফিজা খাতুন জীবননগর উপজেলার বালিহুদা গ্রামের কবীরের স্ত্রী ও সন্তোষপুর গ্রামের শমসের আলীর মেয়ে। তিনি দুই সন্তানের জননী।

হাফিজা খাতুন তার কর্মস্থল জীবননগর শহরের মা নার্সিং হোমে শনিবার ( ২৭ জানুয়ারি ) রাতে খুন হন। দূর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন আল আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান,শনিবার রাত সাড়ে আটটার দিকে মা নার্সিং হোমে কর্তব্যরত অবস্থায় দুর্বৃত্তরা ধারালো ছুরির আঘাতে সেবিকা হাফিজা খাতুনকে হত্যা করা হয়েছে। ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাগবীর জানান, হাফিজাকে রাত ৮টা ৫০ মিনিটে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার শরীরে ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ফলে হাসপাতালে আনার পথে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

 

সর্বশেষ - সারাদেশ