যশোর আজ বুধবার , ২৯ নভেম্বর ২০২৩ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

উকিলদের ইতিবাচক ভূমিকায় পুরো বিচারঙ্গন সমৃদ্ধ হবেঃজেলা ও দায়রা জজ

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ২৯, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ
উকিলদের ইতিবাচক ভূমিকায় পুরো বিচারঙ্গন সমৃদ্ধ হবেঃজেলা ও দায়রা জজ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

চন্দন মিত্র, দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে নবীণ আইনজীবীদের সনদ বিতরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ তৌহিদুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি দিনাজপুর জেলা ও দায়রা জজ মোঃ যাবিদ হোসেন উকিলদের ইতিবাচক ভূমিকায় পুরো বিচারঙ্গন সমৃদ্ধ হবে উল্লেখ করে বলেন যে, উকিলদের বিচক্ষনতায় সঠিক তথ্য বিচারকদের সামনে উপস্থাপনের মাধ্যমেই মামলা থেকে নিষ্কৃতি পেতে পারে।

কখনোই কোর্টকে অসম্মান করে মামলা থেকে রিলিফ পাওয়া যায় না। কোনো বড় রাজনৈতিক দল বা বারের কোনো এক্সিকিউটিভ পোস্ট হোল্ড করলেই যে মামলা থেকে রিলিফ পাবে এটা সঠিক নয়। লার্নেডদের দৃঢ়তা ও বিচক্ষনতার সাথে মামলার সঠিক তথ্য উপস্থাপনার মধ্যে দিয়েই মামলা’র সফলতা অর্জন করা সম্ভব।

২৯ নভেম্বর বুধবার বিকেল ৩টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির মাঠ প্রাঙ্গনে জেলা আইনজীবী সমিতি দিনাজপুর কর্তৃক সনদ বিতরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উল্লেখিত বক্তব্য ছাড়াও বলেন যে, বেঞ্চ ও বারের মধ্যে সু-সম্পর্কই বিচার বিভাগকে করে তুলবে আরোও সমৃদ্ধ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ শরিফ উদ্দীন আহম্মেদ, দিনাজপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জুলফিকার উল্লাহ, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ আব্দুল লতিফসহ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ আ.ন.ম হাবিবুল্লাহ। বক্তব্য শেষে ৪ দিনের ওরিয়েন্টেশন সম্পন্ন করা নবীণ এ্যাডভোকেটদের সনদ বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা ও দায়রা জজ মোঃ যাবিদ হোসেন।

অনুষ্ঠানের প্রথমার্ধের বক্তব্য ও সনদ বিতরণ শেষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ্যাডঃ কোহিনুর পারভিন চিস্তি।এসময় ভৈরবী সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীবৃন্দের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সর্বশেষ - সারাদেশ