নড়াইল প্রতিনিধি :: নড়াইলের লোহাগড়ায় ১৪ বছরের বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্ঠার অভিযোগে মোঃ মিটু শেখকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।সে লোহাগড়া থানাধীন মল্লিকপুর গ্রামের মৃত শাহজাহান শেখের ছেলে।
শুক্রবার ( ২৭ অক্টোবর )সকালে লোহাগড়া উপজেলার মল্লিকপুর পূর্ব জামালের মোড় হতে তাকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।
লোহাগড়া থানাসূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া মিটু শেখ পেশায় মুদি দোকানি। গত ২৬ অক্টোবর বৃহষ্পতিবার সকালে ভূক্তভোগী কিশোরীকে ঘাস কাটতে দেখে মিটু শেখ তাকে পিছন থেকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্ঠা করে। ভূক্তভোগী কিশোরী ধস্তাধস্তি করে দৌড়ে বাড়িতে ফিরে তার পরিবারের সদস্যদের ঘটনাটি ইশারায় জানান। এ ঘটনায় পরিবারের পক্ষ হতে লোহাগড়া থানায় মামলা রুজু হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন অভিযুক্ত আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।