আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বাজারের কাপড় পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকানের প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
শুক্রবার দিনগত রাত ২টার দিকে পৌর এলাকার চালবাজার ও কাপড় পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তের আগুন চালবাজার, লোহাপট্টি,কামারপট্টি ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
শনিবার ( ২ সেপ্টম্বর ) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান পৌর মেয়র মুকিতুর রহমান রাফি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে গেবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট অগ্নিকাণ্ডের স্থলে উপস্থিত হয়ে দ্রুত ব্যবসায়ীদের সহায়তা আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জের ফায়ার সাভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন,গভীর রাতে সৃষ্ট আকষ্মিক অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।