আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক ৩টি অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ( ৩১ আগস্ট ) আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের মৃত আব্দুর রহমানের কন্যা মোছা: আমেনা বেগম ( ৩৫), রংপুরের হারাগাছ শহরের হরিণটারী এলাকার মৃত মেছের আলী পুত্র মোঃ স্বাধীন মিয়া (৫১), বগুড়া সদর উপজেলার বনানী এলাকার মৃত সিদ্দিক আলীর স্ত্রী মালেকা বানু (৫৫) ।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, বুধবার ( ৩০ আগস্ট ) ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামক স্থানে মাদকবিরোধী চলাকলে অভিযান পরিচলনা কালে থানার এসআই সঞ্জয় কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ ঢাকাগামী বিভিন্ন যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অত্যন্ত সুকৌশলে গাঁজা পাচারের সময় সাড়ে ৪ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করে।
তাদের নামে গোবিন্দগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।