যশোর আজ মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

পবিত্র শবেবরাত আজ

প্রতিবেদক
Jashore Post
মার্চ ৭, ২০২৩ ৯:৫২ পূর্বাহ্ণ
পবিত্র শবেবরাত আজ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

পাপ থেকে সর্বান্তকরণে ক্ষমা প্রার্থনা করে নিষ্কৃতি লাভের অপার সৌভাগ্যের রাত আজ। দিবসের আলো পশ্চিমে মিলিয়ে যাওয়ার পরই শুরু হবে কাঙ্ক্ষিত রজনি, পবিত্র শবেবরাত।

হাদিসে এটাকে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বা মধ্য শাবানের রাত্রি নামে অভিহিত করা হয়েছে। বর্ণিত আছে যে, রাতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি পৃথিবীর নিকট আসমানে প্রকাশ পায়।

তখন আল্লহপাক বলতে থাকেন—আছে কি কেউ ক্ষমাপ্রার্থী? যাকে আমি ক্ষমা করব? আছে কি কেউ রিজিক প্রার্থী? যাকে আমি রিজিক প্রদান করব? আছে কি কেউ বিপদগ্রস্ত? যাকে আমি বিপদমুক্ত করব? আল্লাহ তায়ালার মহান দরবার থেকে প্রদত্ত এ আহ্বান অব্যাহত থাকে ফজর অবধি।

বস্তুত আল্লাহ সুবানাহু তায়ালার নৈকট্য ও সান্নিধ্য লাভের এক দুর্লভ সুযোগ এনে দেয় লাইলাতুন নিসফি মিন শাবান। অতএব, প্রতিটি কল্যাণকামী মানুষ এ সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে থাকেন।

মহান আল্লাহর ইবাদত-বন্দেগিতে নিমগ্ন হয়ে রাত অতিবাহিত করেন। তাৎপর্যপূর্ণ এই রাতে বিশেষ বরকত হাসিলের মানসে মুসলিম সম্প্রদায় নফল নামাজ আদায় ও কুরআন তেলাওয়াত, ইস্তেগফার, ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, তাসবিহ-তাহলিল, দোয়ায় মশগুল থাকেন। শবেবরাতকে ‘লাইলাতুল বারাআত’ নামে অভিহিত করা হয়।

‘লাইলাতু’ একটি আরবি শব্দ, আর ‘শব’ শব্দটি ফারসি। দুটি শব্দের অর্থই হলো রাত। অপর পক্ষে ‘বারাআত’ শব্দের অর্থ হলো—নাজাত, নিষ্কৃতি বা মুক্তি। এ রাতে বান্দারা মহান আল্লাহ তায়ালার নিকট থেকে মার্জনা প্রার্থনা করে থাকেন।

এ কারণে এ রাতকে ‘লাইলাতুল বারাআত’ বা শবেবরাত বলা হয়। শাবান মাসের মধ্যবর্তী রাতে পবিত্র শবেবরাত পালিত হয়। লাইলাতুন নিসফি মিন শাবান-এর পক্ষকাল পরেই আসবে রহমত বরকত নাজাতের মাহে রমজান। ২৩ বা ২৪ মার্চ প্রথম রোজা।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়ার কিছু এলাকা ছাড়া ঘটা করে শবেবরাত কোথাও পালনের রেওয়াজ নেই। পবিত্র মক্কা-মদিনায় শবেবরাত বলে কিছু নেই। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে, কেবল এই নিসফে মিন শাবান বা শবেবরাতেই নয়, প্রতি রাতেই মহান আল্লাহর তাজাল্লি নেমে আসে শেষ আসমানে।

হজরত আবু হুরায়রাহ্ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহে ওয়া সাল্লাম ইরশাদ করেছেন:প্রতি রাত্রে শেষ তৃতীয়াংশে আমাদের মর্যাদাবান বারাকাতপূর্ণ রব দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, ‘যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব।

এদিকে শবেবরাত উপলক্ষ্যে আগামীকাল সরকারি ছুটি। এই উপলক্ষ্যে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণীতে পবিত্র শবেবরাতের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সবার প্রতি মানবকল্যাণে ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত
তত্ত্বাধায়ক নয় নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবেঃশামীম হায়দার এমপি

তত্ত্বাধায়ক নয় নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবেঃশামীম হায়দার এমপি

চট্টগ্রাম মহানগরীর সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ

চট্টগ্রাম মহানগরীর সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ৬৪ জন গ্রেফতার

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ৬৪ জন গ্রেফতার

কেশবপুর আসনে আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপক গণসংযোগ

কেশবপুর আসনে আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপক গণসংযোগ

ঈদ উপহার নিয়ে ছুটছেন স্বপ্নপূরীর স্বেচ্ছাসেবীরা

ঈদ উপহার নিয়ে ছুটছেন স্বপ্নপূরীর স্বেচ্ছাসেবীরা

ইসরায়েলি প্রেসিডেন্ট প্রথমবার আরব আমিরাত সফরে গেলেন

ইসরায়েলি প্রেসিডেন্ট প্রথমবার আরব আমিরাত সফরে গেলেন

সরকার দায়িত্ব পালনে ব্যর্থঃ জি এম কাদের

সরকার দায়িত্ব পালনে ব্যর্থঃ জি এম কাদের

যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলো থেকে আসা সামরিক মজুদ ধ্বংসঃ রাশিয়া

যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলো থেকে আসা সামরিক মজুদ ধ্বংসঃ রাশিয়া

জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরন বিতরণ

জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরন বিতরণ

ইলিয়াস কাঞ্চনের অভিযোগ ‘ধোঁকা’ দিয়ে শপথ নিয়েছেন জায়েদ

ইলিয়াস কাঞ্চনের অভিযোগ ‘ধোঁকা’ দিয়ে শপথ নিয়েছেন জায়েদ