যশোর আজ বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোল পৌরসভার উদ্দ্যেগে টিকাদান কর্মসূচীতে অভাবনীয় সাড়া

প্রতিবেদক
Jashore Post
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১:৫৬ অপরাহ্ণ
বেনাপোল পৌরসভার উদ্দ্যেগে টিকাদান কর্মসূচীতে অভাবনীয় সাড়া
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বন্দর নগরী বেনাপোলের ১ম শ্রেনীর পৌরসভা বেনাপোল পৌরসভার উদ্দোগ্যে ভ্রাম্যমান করোনা ভাইরাস প্রতিরোধে গনটিকাদান কর্মসূচী চলছে।

বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী ২৬ ফেব্রুয়ারীর পূর্বেই শতভাগ টিকাগ্রহণ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে বেনাপোল পৌর কর্তৃপক্ষ এ কর্মসূচী হাতে নিয়েছে বলে জানা গেছে।

বৃহষ্পতিবার( ২৪ ফেব্রুয়ারী ) সকাল ১০টা হতে বেনাপোল বাজারস্থ নূর শপিং কমপ্লেক্সের সামনে ভ্রাম্যমান এ টিকা দান কার্যক্রম শুরু হয় যা চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

বেনাপোল পৌরসভার স্বাস্থ্য সহকারী হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্তাবাধনে বেনাপোল পৌরসভার ব্যবস্থাপণায় বিকাল ৪টা পর্যন্ত ১২বছরের উর্দ্ধে সকল বয়সী নারী,পুরুষ ও তরুন-তরুনীদের শুধু মাত্র নাম ও মোবাইল নাম্বার এন্ট্রি করেই করোনা ভ্যাকসিন দেওয়া হবে।

বেনাপোল পৌরসভার এ উদ্দোগ্যে অভাবনীয় সাড়া দিয়েছে পৌরবাসী।বেলা বাড়ারসাথে সাথেই অভাবনীয় ভিড় বাড়তে থাকে টিকাদান স্থলে। শার্শা থানার নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইউসুফ আলী সকাল ১১.৩০ মিনিটেে এই টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু,স্যানিটারি ইন্সেপেক্টর রাশিদা খাতুনসহ পৌরসভায় নিযুক্ত অন্যান্যরা। ভ্রাম্যমান টিকাদান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে টিকা গ্রহিতারা।

সর্বশেষ - সারাদেশ