যশোর আজ বুধবার , ১৯ জানুয়ারি ২০২২ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

শার্শায় কিশোর ইজিবাইক চালকের লাশ উদ্ধার

প্রতিবেদক
Jashore Post
জানুয়ারি ১৯, ২০২২ ১১:২৯ পূর্বাহ্ণ
শার্শায় কিশোর ইজিবাইক চালকের লাশ উদ্ধার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার ধলদা গ্রামের বড় বাড়ি গ্রামের কুলবাগানের পাশ হতে শাকিব ( ১৬) নামে এক কিশোর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সে শার্শা থানার গোগা গ্রামের শাকিল উদ্দিনের ছেলে। মঙ্গলবার সকালে শার্শা থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গ এ প্রেরণ করেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত সাকিব সোমবার দুপুরে ইজিবাইক নিয়ে বাড়ি হতে বের হয়। রাতে বাড়ি না ফিরলে স্বজনেরা খোঁজা খুঁজি করেও তাকে পাইনা।পরদিন সকালে এলাকাবাসীর খবরে কুল বাগানের পাশে পড়ে থাকতে দেখা যায়।তার ইজিবাইকটি পাওয়া যাইনি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) বদরুল আলম খান জানান,এলাকাবাসীর দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। এলাকায় খোঁজ খবর নিয়ে জানা গেছে সে ইজিবাইক চালাতো। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই জনিত কারনে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকারী সনাক্তে সচেষ্ট রয়েছে।

সর্বশেষ - সারাদেশ