সর্বশেষ খবরঃ

ধর্ষণ মামলায় ফাঁসলেন পাকিস্তানী ক্রিকেটার ইয়াসির শাহ

ধর্ষণ মামলায় ফাঁসলেন পাকিস্তানী ক্রিকেটার ইয়াসির শাহ
ধর্ষণ মামলায় ফাঁসলেন পাকিস্তানী ক্রিকেটার ইয়াসির শাহ

নাবালিকাকে ধর্ষণ মামলায় ফেঁসেছেন পাকিস্তানের ক্রিকেটার ইয়াসির শাহ। এক নারী তাদের বিরুদ্ধে এই মালা করেন। অভিযোগে আরও বলা হয় এরপর ইয়াসির নিয়মিত তাদের হুমকি দিয়ে যাচ্ছেন।এখন তারা তাদের জীবন নিয়ে শঙ্কা করছেন।

রোববার ( ১৯ ডিসেম্বর ) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের শালিমার থানার তিনি ও তার বন্ধুর বিরুদ্ধে সেকশন ২৯২-বি ও সি ( শিশু পর্ণোগ্রাফি ) এবং সেকশন ৩৭৬ ( ধর্ষণ ) অনুযায়ী মামলা হয়েছে।

মামলার এফআইআরএ ওই নারী উল্লেখ করেন যে, তার ১৪ বছর বয়সী ভাতিজিকে নিয়ে কয়েকমাস আগে ইয়াসির শাহর একটা প্রোগ্রামে যান। সেখান থেকে ফেরার দুই-তিন মাস পর তার ভাতিজি অসুস্থবোধ করেন। এরপর তাকে বার বার জিজ্ঞাসা করার পর জানায় যে, ইয়াসির শাহর ওই প্রোগ্রামে যাওয়ার পর ফারহান নামে একজন তার মোবাইল নম্বর নেয়।

পরে তার সঙ্গে কয়েকদিন কথা হয়। ফারহান নিজেকে ইয়াসিরের বন্ধু হিসেবে পরিচয় দেয়। সে ওই মেয়েকে হোয়াটস অ্যাপে ইয়াসিরের সঙ্গেও কথা বলায়।এরপর আগস্ট মাসের ১৪ তারিখ স্কুল থেকে ফেরার পথে ফারহানের সঙ্গে দেখা হয়। ফারহান তাকে ট্যাক্সিতে করে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে একটি ফ্ল্যাটে নিয়ে যায়। যেটার নম্বর এফ-১১।

ওই ফ্ল্যাটে নিয়ে পিস্তল ঠেকিয়ে তার ভাতিজিকে যৌন নিগ্রহ করে এবং সেটার ভিডিও ধারন করে রাখে। এরপর বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে। যদি জানায় তাহলে ওই ভিডিও ভাইরাল করে দিবে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়। এমনকী ওই মেয়েকে ইয়াসির শাহকে দিয়েও ভয়-ভীতি দেখায় ফারহান। এফআইআর এ আরও উল্লেখ করা হয় যে, এরপর ফারহান তাকে ব্লাকমেইল করে এবং আরও একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে।

এই বিষয়টি জানার পর ১০ অথবা ১১ সেপ্টেম্বর ওই নারী ইয়াসির শাহকে হোয়াটসঅ্যাপে কল করে সবকিছু বিস্তারিত জানান। তখন ইয়াসির ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিল। বিষয়টিকে পাত্তা না দিয়ে ইয়াসির ওই নারীকে বলেন যে, আপনার ভাতিজি দেখতে অনেক সুন্দর। আর আমি কম বয়সী মেয়েদের বেশি পছন্দ করি।

এরপর ইয়াসির তার ভাতিজিকে ফারহানের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়ার প্রস্তাব দেন। তাছাড়া নানারকম ভয়-ভীতি দেখাতে থাকেন। এটা নিয়ে বাড়াবাড়ি করলে তাদের মেরে ফেলা হবে। তার উচ্চ পদস্থ অনেক কর্মকর্তার সাথে যোগাযোগ আছে বলেনও হুমকি দেন।

এরপর ওই নারী যখন থানায় মামলা করার কথা বলেন তখন ইয়াসির ওই মেয়ের দায়িত্ব নেওয়ার কথা বলেন। যতোদিন তার বয়স ১৮ না হতে ততোদিন তিনি তাকে একটি ফ্ল্যাট কিনে দিয়ে সেখানে রাখবেন। এরপর ফারহানের সাথে বিয়ে দিবেন।এমনকি ২২ ডিসেম্বর ইসলামাবাদে এই বিষয় নিয়ে কথা বলতে তার ফ্ল্যাটেও ডেকেছেন ওই নারী ও তার ভাতিজিকে।

আরো খবর

খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
যুব দিবস উপলক্ষে শ্যামনগরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
যুব দিবস উপলক্ষে শ্যামনগরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
জামালপুর জেলা যুবদলের আয়োজনে আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মদিন পালন
জামালপুর জেলা যুবদলের আয়োজনে আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মদিন পালন
গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী পালন
গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী পালন
পবিপ্রবিতে টায়ার জ্বালিয়ে এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীদের বিক্ষোভ
পবিপ্রবিতে টায়ার জ্বালিয়ে এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীদের বিক্ষোভ
নন্দিত গণমানুষের নেতা গাইবান্ধার আব্দুর রশীদ সরকার
নন্দিত গণমানুষের নেতা গাইবান্ধার আব্দুর রশীদ সরকার
খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফ কালেক্টর অস্ত্রসহ আটক
খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফ কালেক্টর অস্ত্রসহ আটক
শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধের মধ্য দিয়ে স্থাপিত অবৈধ পাইপ অপসারণ
শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধের মধ্য দিয়ে স্থাপিত অবৈধ পাইপ অপসারণ