চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: সেনা ও বিজিবির সহোযোগিতায় দিনাজপুর কোতয়ালী থানার কার্যক্রম শুরু হয়েছে। সাদা পোশাকে পুলিশ সদস্যরা থানায় আসতে শুরু করেছে।
শুক্রবার ( ৯আগস্ট ) দুপুরে বিজিবি’র হাতে সীমান্তে ঘোরঘুরির সময় একজনকে আটক করে থানায় হস্তান্তর করা হলে জিডি মূলে তাকে গ্রহন করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন জানান,আমরা থানায় রয়েছি। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারনে অপারেশনাল কার্যক্রম করতে পারিনি।
পরিস্থিতির আলোকে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা আভ্যন্তরিন পর্যায়ে কাজ শুরু করেছি। আমাদের অধিন্যস্ত সাব ইনসপেক্টর, কনষ্টবল পর্যায়ের অনেকেই এখনো কাজে যোগ দিতে পারেনি। তবে তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালনে থানা মুখি হতে শুরু করেছে।
সেনা ও বিজিবি’র সহযোগিতায় থানার কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমদ বলেন ১৩থানার পুলিশ কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা কর্মক্ষেত্রে যোগদান শুরু করেছে।খুব শীঘ্রই স্বাভাবিক হবে পুলিশের আইনি কার্যক্রম ।