সর্বশেষ খবরঃ

ষষ্ঠ-নবমের বার্ষিক ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার্থীদের মাউশির নির্দেশনা

ষষ্ঠ-নবমের বার্ষিক ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার্থীদের মাউশির নির্দেশনা
ষষ্ঠ-নবমের বার্ষিক ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার্থীদের মাউশির নির্দেশনা

এসএসসি পরীক্ষার্থীদের প্রাক্‌–নির্বাচনী পরীক্ষা হবে। আগামী ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সঙ্গে ১০ম শ্রেণির প্রাক্‌–নির্বাচনী পরীক্ষা নিতে হবে স্কুলগুলোকে।

গত রোববার এ নির্দেশনা দিয়ে একটি আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ( মাউশি )।

এর আগে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। শিক্ষা অধিদপ্তরে সংশোধিত আদেশে বলা হয়েছে, আগামী ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং ১০ম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক্‌–নির্বাচনী পরীক্ষা নিতে হবে।

বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ের পরীক্ষা নিতে হবে। পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ৫০ নম্বর। প্রতিটি পরীক্ষা হবে দেড় ঘণ্টায়। পরীক্ষার সিলেবাসও জানিয়ে দিয়েছে শিক্ষা অধিদপ্তর।

যেসব অধ্যায় থেকে বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেসব অধ্যায় এবং ১২ সেপ্টেম্বর থেকে যেসব অধ্যায়ের ওপর ক্লাসে পড়ানো হয়েছে, তা ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার সিলেবাস হবে।

নম্বর বণ্টন- বাংলা ১ম ও ২য় পত্র বিষয়ের নম্বর হবে ৫০। এর মধ্যে লিখিত অংশে ৩৫ ও এমসিকিউ অংশে ১৫ নম্বর। ইংরেজি ১ম ও ২য় পত্র থেকে ৫০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষায় প্রথমপত্র থেকে ৩০ নম্বর ও ২য় পত্র থেকে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। সাধারণ গণিত ৫০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্য ৩৫ থাকবে লিখিত অংশে ও এমসিকিউ অংশে থাকবে ১৫ নম্বর।

শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার নম্বরের সঙ্গে অ্যাসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করতে হবে। পরীক্ষায় ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আরও ১০ নম্বর যোগ করতে হবে।

আর ৬ষ্ঠ শ্রেণির থেকে শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ ও স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে বৃক্ষরোপণ প্রকল্পে তাদের কর্মতৎপরতা যুক্ত করে এ ১০ নম্বর যোগ করতে হবে। মোট ১০০ নম্বরের ওপর প্রত্যেক শিক্ষার্থীকে মূল্যায়নের পর বার্ষিক পরীক্ষা ফল তৈরি করে শিক্ষার্থীদের প্রোগ্রেসিভ রিপোর্ট দিতে হবে।

২০২১ শিক্ষাবর্ষে এ পরীক্ষা ছাড়া আর কোনো পরীক্ষা নেওয়া যাবে না। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক ও প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা নিতে হবে স্কুলগুলোকে। ইতিমধ্যে চলতি বছরের দাখিল পরীক্ষার্থীদেরও প্রাক্‌–নির্বাচনী পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো খবর

নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকির আলগীতে কারেন্ট জালসহ আটক-২
দুমকির আলগীতে কারেন্ট জালসহ আটক-২
প্রতিবন্ধী রবিউল ইসলামের কাঁধে আরেক বোঝা প্রতিবন্ধী কন্যা
প্রতিবন্ধী রবিউল ইসলামের কাঁধে আরেক বোঝা প্রতিবন্ধী কন্যা
হাজার প্রদীপ জ্বেলে ও আকাশে ফানুস উড়িয়ে শান্তি ও সম্প্রীতির প্রার্থনা
খাগড়াছড়িতে হাজার প্রদীপ জ্বেলে ও আকাশে ফানুস উড়িয়ে শান্তি ও সম্প্রীতির প্রার্থনা
আবরার ফাহাদের মৃত্যু বার্ষিকীতে শ্যামনগরে ছাত্রদলের দোয়া মাহফিল
আবরার ফাহাদের মৃত্যু বার্ষিকীতে শ্যামনগরে ছাত্রদলের দোয়া মাহফিল
দিনাজপুরে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত
দিনাজপুরে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত
বেনাপোল কাস্টমসের সেই নারী রাজস্ব কর্মকর্তা শ্রীঘরে
বেনাপোল কাস্টমসের সেই নারী রাজস্ব কর্মকর্তা শ্রীঘরে