যশোর আজ রবিবার , ১৪ আগস্ট ২০২২ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

শার্শায় প্রশাসনের বাধায় পন্ড হলো জাতীয় শোক দিবসের অনুষ্ঠান

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ১৪, ২০২২ ৯:৫৩ অপরাহ্ণ
শার্শায় প্রশাসনের বাধায় পন্ড হলো জাতীয় শোক দিবসের অনুষ্ঠান
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

সাহিদুল ইসলাম শাহীন :: যশোরের শার্শা উপজেলায় একই স্থানে পাল্টা পাল্টি কর্মসূচীকে ঘীরে স্থানীয় উপজেলা প্রশাসনের বাধায় পন্ড হলো জাতীয় শোক দিবসের অনুষ্টান। এ ঘটনায় আওয়ামীলীগের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজমান।

সোমবার ১৫ আগস্ট উপজেলার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্টিত হওয়ার কথা থাকলেও উপজেলা প্রশাসনের বাধায় তা ভেস্তে যায় বলে নিশ্চিত করেন আয়োজক কমিটির সদস্য ও উপজেলা যুবলীগের সদস্য সফিক মাহমুদ ধাবক।

জাতীয় শোক দিবস পালনে প্রতিবন্ধকতার নিন্দা জানিয়ে তিনি বলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে শোক দিবস পালনের লক্ষ্যে আমরা গত ১১ আগস্ট বিদ্যালয়ের মাঠ ব্যাবহারের অনুমতি চেয়ে দরখাস্ত দিলে বিদ্যালয় কর্তৃপক্ষ্যের অনুমতি পায়।বৈরী আবহাওয়ার মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করি।

১৪ আগস্ট সকালে বাঁগআচড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ নির্ধারিত স্থানে অনুষ্টান করা যাবে না বলে জানান। কারন জানতে চাইলে তিনি ওসি ও উপজেলা প্রশাসনের সাথে আয়োজক কমিটিকে যোগাযোগ করতে বলেন।

সে অনুযায়ী যোগাযোগ করলে আমরা জানতে পারি একই স্থানে একি দিন আওয়ামীলীগের এমপি সমর্থিত লোকজন অনুষ্ঠানের অনুমতি চেয়ে গত ১৩ আগস্ট দরখাস্ত দিয়েছে। উপজেলা প্রশাসন এ কারনে আমাদের ডেকে অনুষ্ঠান করতে নিষেধ করেছে।আয়োজক কমিটি ও ইউপি চেয়ারম্যানের পক্ষ হতে জাতীয় শোক দিবস পালনে সহযোগীতার জন্য যৌক্তিক অনুরোধ জানিয়েও উপজেলা প্রশাসনের বাধায় তা পন্ড হলো।

অনুমতি প্রদানের সত্যতা জানতে প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরে ম্যানেজিং কমিটির সভাপতির মুঠো ফোনে কল দিলে তাহারা জাতীয় শোক দিবস পালনের দরখাস্তের বিপরীতে মাঠ ব্যবহারের অনুমতি প্রদান করেছেন বলে নিশ্চিত করেন।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মামুন খাঁন জানান, একি জায়গায় দুইটা প্রোগ্রাম করতে দেওয়া সম্ভব না তাই এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে অনুষ্ঠান করতে নিষেধ করা হয়েছে। অনুষ্ঠানের জন্য আয়োজক কমিটির কোন অনুমতি জেলা প্রশাসক হতে দেওয়া হয়নি বলে তিনি আরো জানান।

বাগ আঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদের মুঠো ফোনে একই স্থানে জাতীয় শোক দিবস পালনের জন্য অপর আবেদনের ব্যাপারে জানতে চাইলে তিনি দরখাস্তের সত্যতা নিশ্চিত করে জানান,আমরা অনত্র্য ১৫ই আগস্ট শোক দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছি।

শোক দিবস পালনে উপজেলা প্রশাসনের নিষেধাঙ্গার অভিযোগ বিষয়ে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল মুঠো ফোনে জানান,কেউ তো অনুষ্ঠানের অনুমতি চেয়ে ফরমালি আমার কাছে আবেদন করিনি। স্কুল কর্তৃপক্ষের মাঠ ব্যাবহারের অনুমতি পত্র আছে জানতে চাইলে তিনি বলেন প্রধান শিক্ষককে জিঙ্গাসা করুন অনুমতি দেওয়ার তার এখতিয়ার আছে কি?।

আয়োজক কমিটি রবিবার দুপুর ৩টায় উপজেলা প্রশাসনের সাথে পুনরায় দেখা করে শোক দিবস পালনের অনুমতি না পাওয়ায় শার্শা বাজারস্থ স্বেচ্ছাসেবকলীগ আহবায়কের কার্যালয়ে সংবাদ সম্মেলনে করেছেন।

আয়োজিত সংবাদ সম্মেলনে সর্দ্দার মুজিব-উ-দৌল্লা কনক ( যশোর জেলা আওয়ামালীগের দপ্তর সম্পাদক )সাংবাদিকদের অনুষ্ঠান বন্ধের বিষয়ে জানান। জাতীয় শোক দিবস পালনে প্রতিবন্ধকতার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু সমাধান পেতে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।

সর্বশেষ - সারাদেশ