যশোর আজ সোমবার , ৪ অক্টোবর ২০২১ ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

রিয়াল মাদ্রিদ কে হারালো এসপানিওল

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ৪, ২০২১ ৮:৫০ পূর্বাহ্ণ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

লা লিগায় রিয়াল মাদ্রিদকে প্রথম হারের তেতো স্বাদ দিলো এসপানিওল। তবে তাদের আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে এসপানিওল দেখেশুনে খেলতে থাকে। প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে তাতে সফলই হয়ে চমক দেখিয়েছে দলটি।

রবিবার ( ৩ অক্টোবর ) কার্লোস আনচেলত্তির দলকে ২-১ গোলে হারিয়েছে তারা। বল দখলের পাশাপাশি আক্রমণে এগিয়ে ছিল রিয়াল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচ শুরুর চার মিনিটে রিয়াল মাদ্রিদ এগিয়ে যেতে পারতো। কিন্তু করিম বেনজেমার শট গোলকিপার লোপেজ ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। ৫ মিনিট পর এসপানিওল আক্রমণে যায়।

বক্সের বাইরে থেকে এমবার্বার জোরোলো শট কোর্তোয়া ডান দিকে ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন। ১৭ মিনিটে গোলের দেখা পেয়ে এগিয়ে যায় এসপানিওল। এমবার্বার ডান প্রান্তের ক্রসে রাউল দি থমাস ছয় গজ দূরত্ব থেকে প্লেসিং করে দেন।

প্রথমার্ধে গোল শোধের জন্য মরিয়াভাবে চেষ্টা করেছে রিয়াল। কিন্তু সফল হতে পারেনি। বরং বিরতির পর আবারও পিছিয়ে যায়। ৬০ মিনিটে এসপানিওল স্কোরলাইন ২-০ করে। বক্সে ঢুকে ভিদাল গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন। এর তিন মিনিট পরই এসপানিওল তৃতীয় গোলের দেখা পেতে পারতো। সতীর্থের ক্রসে দার্দের বক্সে ঢুকে লক্ষ্যে শট নিতে পারেননি।

ম্যাচের ৬৭ মিনিটে বেনজেমা বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি। ৭১ মিনিটে রিয়াল এক গোল শোধ করে। তিন ডিফেন্ডারকে কাটিয়ে করিম বেনজেমা ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান।

গোলকিপার লোপেজ ঝাঁপিয়ে পড়েও শেষ রক্ষা করতে পারেননি। এর তিন মিনিট পর আলাবার ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে গেলে ম্যাচে সমতা আনা হয়নি ক্লাবটির।

লা লিগায় রিয়াল মাদ্রিদ ৮ ম্যাচে প্রথম হার হজম করলেও আগের ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। অন্যদিকে এসপানিওল সমান ম্যাচে দ্বিতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে জায়গা পেয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত