বিশেষ প্রতিনিধি :: যৌন হয়রানির অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( শাবিপ্রবি ) সাত শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এর মধ্যে দুই শিক্ষার্থীকে দুই বছর ও পাঁচ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
বুধবার ( ২৮ সেপ্টেম্বর ) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বহিষ্কার আদেশ জারি থাকাকালীন তারা ক্যাম্পাস ও হলে প্রবেশ করতে পারবে না।
দুই বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ফরেস্ট্রি অ্যান্ড এনভাইরনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোঃ আরিফুল ইসলাম ও মোঃ জায়েদ ইকবাল তানিম।
এক বছরের জন্য বহিষ্কৃতরা হলেন- লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সুমন দাস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সৈয়দ মুস্তাকিম সাকিব, ফরেস্ট্রি অ্যান্ড এনভাইরনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. ইমাম হোসেন ইমরান, মোঃ রিফাত হোসেন ও মোঃ বিশাল আলী।