যশোর প্রতিনিধি :: যশোরে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের অভিযানে ৮ পিস স্বর্ণেরবারসহ দুই স্বর্ণ পাচারকারী আটক হয়েছে। আটককৃতরা হলো-যশোর জেলার শার্শা থানাধীন ঘীবা গ্রামের মহিনুর( ৩১) ও মোঃ আবু সাঈদ( ২৭)।
মঙ্গলবার ( ১৫ জুলাই )ভোরে যশোর বিজিবি ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা তারাগঞ্জ বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে স্বর্ণেরবারসহ ঐ দুই পাচারকারীকে আটক করে।
যশোর ৪৯বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৮পিস স্বর্ণবার যাহার ওজন ৯৭০গ্রাম ও আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪১লাখ ৮৩হাজার টাকা উদ্ধারসহ দুই স্বর্ণপাচারকারীকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা ৩টি মোবাইল ফোন ও ১টি পাওয়ার ব্যঙ্ক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানাই,ঢাকার সদরঘাট এলাকা থেকে স্বর্ণেরবার গুলো সংগ্রহ করে যশোর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিলো।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান,আটককৃতদের বিরুদ্ধে মামলা দ্বায়ের পূর্বক আসামীদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।