যশোর আজ সোমবার , ১৮ মার্চ ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩২পিস স্বর্ণবার উদ্ধার

প্রতিবেদক
Jashore Post
মার্চ ১৮, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ
যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩২পিস স্বর্ণবার উদ্ধার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি ::  যশোরে জেলা গোয়েন্দা শাখার অভিযানে আনুমানিক ৪ কোটি টাকার ৩২পিস স্বর্ণবার উদ্ধার হয়েছে।এ সময় ২ স্বর্ণপাচারকারী গ্রেফতারসহ ঢাকা মেট্রো-গ-৩৭-০০৩১ নাম্বারের ১টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো যশোর জেলার বেনাপোল পোর্টথানাধীন পুটখালী গ্রামের ইমানুর রহমানের ছেলে শহীদুল ইসলাম (৩০) ও শার্শাথানাধীন শ্যামলাগাছী গ্রামের আলাউদ্দিনের ছেলে সুমন হোসেন (২৮)।

সোমবার ( ১৮ মার্চ ) যশোর কোতয়ালীথানাধীন নিউ মার্কেট মোড়ে সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশী চালিয়ে ৩ কেজি ৩৫৬ গ্রাম ওজনের ৩২টি স্বর্ণবার উদ্ধার করে ডিবি পুলিশ সদস্যরা।

যশোর জেলা পুলিশের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা গোয়েন্দা পুলিশের এস আই সোলেমান আক্কাসের নেতৃত্বে সজ্ঞীয় অফিসার ফোর্স সহায়তায় নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে উপরে উল্লেখিত নাম্বারের প্রাইভেটকারের সিটের নিচে বিশেষ কায়দায় সংরক্ষিত স্কচটেপে মোড়ানো ২ ব্যান্ডেলে ৩২ পিস স্বর্ণেরবার উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানাই ঢাকা হতে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তারা স্বর্ণবারগুলো বহণ করছিলো।

এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে আরো জানা গেছে।

সর্বশেষ - সারাদেশ