যশোর আজ মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

যশোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
Jashore Post
জুলাই ১৫, ২০২৫ ৮:৪৩ পূর্বাহ্ণ
যশোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

আইনশৃঙ্খলার অবনতি ও শিক্ষার পরিবেশ নষ্টের প্রতিবাদ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষাব্যবস্থা ব্যাহত হওয়ার অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে যশোর জেলা ছাত্রদল।

সোমবার ( ১৪ জুলাই )বৃষ্টিস্নাত বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এসময় নেতৃবৃন্দ বলেন, একটি রাজনৈতিক দল দেশে একটির পর একটি ইস্যূ সৃষ্টির মাধ্যমে অতি রঞ্জিত করে নির্বাচনকে বাঁধা গ্রস্থ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এভাবে তারা ঘোলা পানিতে শিকার করতে চায়।

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে যা বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। কিন্তু সেই রাজনৈতি দল নিজেদের দায়মুক্ত করে বিএনপির ওপর চাপানোর অপচেষ্টা করছে। তাদের উস্কানী মূলক কর্মকান্ডে শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মব সৃষ্টির অপষ্টো, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে চৌরাস্তা মোড়, আর এন রোড হয়ে মনিহারের গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন, সরকারি এম এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম প্রমুখ।

সর্বশেষ - সারাদেশ