যশোর আজ বুধবার , ৩১ মে ২০২৩ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ময়মনসিংহে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

প্রতিবেদক
Jashore Post
মে ৩১, ২০২৩ ৯:৫১ পূর্বাহ্ণ
ময়মনসিংহে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: ময়মনসিংহের তারাকান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।নিহতরা হলো, ওই গ্রামের আব্দুর রওফের দেড় বছর বয়সের মেয়ে আছিয়া ও ৩ বছর বয়সী মেয়ে রাবেয়া।

মঙ্গলবার ( ৩০ মে ) বিকেল ৫টার দিকে উপজেলার বানিহালা গ্রামে এ ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, বিকালের দিকে ওই দুই শিশু বাড়িতে খেলাধুলা করছিল। খেলাধুলা করার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে, দুই শিশুকে আশপাশে না দেখে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন।

কোথাও না পেয়ে পুকুরের পানিতে খোঁজ করেন। পরে পুকুর থেকে মৃত অবস্থায় ওই দুই শিশুকে উদ্ধার করে তার স্বজনরা।স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় দুই শিশুকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

সর্বশেষ - সারাদেশ