যশোর আজ রবিবার , ৩ অক্টোবর ২০২১ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

মেয়র জাহাঙ্গীরকে শোকজ করলো আওয়ামী লীগ

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ৩, ২০২১ ৪:৩৭ অপরাহ্ণ
মেয়র জাহাঙ্গীরকে শোকজ করলো আওয়ামী লীগ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম সরকারকে শোকজ করেছে আওয়ামী লীগ।

রবিবার ( ৩ অক্টোবর ) দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা চিঠিতে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম সরকার গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সম্প্রতি মেয়র জাহাঙ্গীর আলমের গোপনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন।

এ ঘটনার জেরে মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি জানান স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

সর্বশেষ - সারাদেশ