যশোর আজ বৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

মিন্টুর বিরদ্ধে সাক্ষর জালিয়াতি ও মিথ্যা মামলাদ্বারা হয়রানীর অভিযোগ

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ২৭, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ
মিন্টুর বিরদ্ধে সাক্ষর জালিয়াতি ও মিথ্যা মামলাদ্বারা হয়রানীর অভিযোগ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: বেনাপোলের সেই কথিত ডাক্তার ও প্রতারক মিন্টুর বিরুদ্ধে জাল সাক্ষর দয়ে এফিডেফিড তৈরীসহ আদালতের বিচারিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির লক্ষ্যে পাল্টা মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ তুলেছেন বিল্লাল হোসেন।

বেনাপোল পৌরসভার দিঘীরপাড় গ্রামের বাসিন্দা মৃত মান্দার বক্সের ছেলে শেখ বিল্লাল হোসেন জানান,ধুরুন্ধর হাতুড়ে ডাক্তার মিন্টুর প্রলোভনে পড়ে তিনি ৯ লাখ টাকা বিনিয়োগ করে লিখিত চুক্তি মোতাবেক অংশীদারিত্ব নিয়ে ডায়গণস্টিক সেন্টার ব্যবসায় যুক্ত হন।

অনিয়ম,ব্যবসায়িক হিসাব তশ্রুফসহ চুক্তি ভঙ্গ করলে গত ৩ মার্চ ২০২২সাল বিজ্ঞ কুশলী দ্বারা বিনিয়োগের টাকা ফেরত চেয়ে মিন্টুকে নোটিশ প্রদান করেন বলে তিনি আরো জানান।

পরবর্তীতে মিন্টু টাকা ফেরত না দিলে সুবিচার পেতে বিল্লাল হোসেন নিজেই বাদী হয়ে যশোরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে কথিত ডাক্তার মিন্টুর নামে মামলা করেন যা চলমান রয়েছে।

এ ঘটনায় মিন্টু ক্ষিপ্ত হয়ে বিচারিক কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পরিকল্পনা করে সম্পূর্ন জাল-জালিয়াতির আদলে বিল্লাল হোসেনের নামে মিন্টু আদালতে একটি পাল্টা মামলা দায়ের ( সি আর ১৪০/ ২২) করেছেন বলে জানা গেছে।

পাল্টা মামলা বিষয়ে শেখ বিল্লাল হোসেন জানান,মামলার আর্জিতে বর্নিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আদালতে মিন্টু যে সমস্ত কাগজপত্র দাখিল করেছেন তা সম্পূর্ন জাল-জালিয়াতির আদলে সৃষ্টি। আমার সাক্ষর নকল করে ভূয়া এফিডেভিট তৈরী করে আদালতে দাখিল করছে মিন্টু গংরা যা বিচারিক কার্যক্রমে ধরা পড়বে।

অভিযোগের সত্যতা যাচায়ে বিতর্কিত এফিডেভিডটির( রেজিঃনং-১৩০৬ ও তাং-১২-২-২০২২) সনাক্তকারী আইনজিবী তুহিন মজুমদারের মুঠো ফোনে কল দিয়ে সংযোগ না মেলায় বিবৃতি জানা যাইনি। অভিযুক্ত মিন্টুর সহিত যোগাযোগ করলে তিনি বিল্লালের নামে আদালতে পাল্টা মামলা করার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত